দ্যা নিউ ভিশন

এপ্রিল ১০, ২০২৫ ২৩:৩৭

অর্থহীনের একক কনসার্ট

অর্থহীন ব্যান্ডের সদস্যেরা

‘অর্থহীন আসছে’, ৯ ফেব্রুয়ারি দেওয়া অর্থহীনের ফেসবুক পোস্টকে ঘিরে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়েছে। বিষয়টি নিয়ে আলোচনার মধ্যে জানা গেল, ‘অর্থহীন ২০৭৭: আ সাইবারপাঙ্ক ওডিসি’ শীর্ষক একক কনসার্টে গাইবে ব্যান্ডটি।
২৮ ফেব্রুয়ারি ঢাকার গুলশান-তেজগাঁও লিংক রোডের আলোকি মিলনায়তনে শ্রোতাদের সামনে আসবেন ‘বেজবাবা’ সুমন।

জনপ্রিয় ভিডিও গেম সাইবারপাঙ্ক ২০৭৭-এর আদলে কনসার্টটি সাজানো হবে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে ব্যান্ডটি। বিকেল চারটায় মিলনায়তনের গেট খুলবে, কনসার্ট শুরু হবে সন্ধ্যা ৬টায়। রাত ১০টায় শো শেষ হবে।
কনসার্টটির আয়োজন করছে গেট সেট রক ও অ্যাসেন।

‘ফিনিক্সের ডায়েরি ১’ প্রকাশের পর এবার ‘ফিনিক্সের ডায়েরি ২’ অ্যালবাম নিয়ে আসছে অর্থহীন। অ্যালবামের কাজ অনেকটা গুছিয়ে এনেছে ব্যান্ডটি।
ভক্তদের কাছে ‘বেজবাবা’ নামে পরিচিত ব্যান্ড তারকা সুমনের ব্যান্ডটির লাইনআপে রয়েছেন মার্ক ডন (ড্রামস) ও এহতেশাম আলী মঈন (গিটার)।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী