দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ০৪:৫২

পাকিস্তানের হানিয়াকে বলিউডে দেখা যাবে

হানিয়া আমির

পাকিস্তানের তারকা অভিনেত্রী হানিয়া আমিরকে বলিউডের সিনেমায় দেখা যাবে কবে, তা নিয়ে আলোচনার শেষ নেই। হানিয়ার অনুরাগীরা তাঁকে বলিউডের সিনেমায় দেখতে মুখিয়ে আছেন।

বিষয়টি নিয়ে হানিয়া কী বলছেন? বলিউডের সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেলে করবেন? এমন প্রশ্নের জবাবে এই তারকা বলেন, ভালো কোনো কাজের প্রস্তাব পেলে বিষয়টি বিবেচনা করে দেখবেন।

হালের পাকিস্তানের সবচেয়ে জনপ্রিয় অভিনেত্রীদের একজন হিসেবে বিবেচনা করা হয় হানিয়াকে। সম্প্রতি ভারতীয় অভিনেত্রী রাখি সাওয়ান্ত বলেন, তিনি সালমান খানের বিপরীতে হানিয়া আমিরকে সিনেমায় দেখতে চান।

হানিয়া আমিরও দীর্ঘদিন ধরেই বলিউডে কাজের পরিকল্পনা করে রেখেছেন। বিশেষ করে শাহরুখ খানের পাঁড় ভক্ত তিনি। রাখি সাওয়ান্তের ইচ্ছা পূরণ হয় কি না, তা দেখতে অপেক্ষায় থাকতে হবে।

সম্প্রতি ইনস্টাগ্রামে পাকিস্তানি তারকাদের মধ্যে সবচেয়ে বেশি অনুসারীর রেকর্ড গড়েছেন দেশটির জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। এই মুহূর্তে হানিয়া আমিরের অনুসারীর সংখ্যা ১ কোটি ৭০ লাখের বেশি।

সম্প্রতি সিএনএন হানিয়া আমিরকে শীর্ষ ‘৫০ এশিয়ান সেলিব্রিটি’ হিসেবে নির্বাচিত করেছে। তাঁকে ‘দ্য ফেস অব জেনারেশন জেড ইন পাকিস্তান’ হিসেবে স্বীকৃতি দিয়েছে।

আলোচিত পাকিস্তানি ধারাবাহিক ‘কাভি মে কাভি তুম’-এ অভিনয় করে পরিচিতি পেয়েছেন হানিয়া আমির। ফাহাদ মুস্তাফা ও হানিয়া আমির অভিনীত ধারাবাহিকটি পাকিস্তানের গণ্ডি পেরিয়ে ভারত ও বাংলাদেশে দর্শকের কাছেও প্রশংসা কুড়িয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী