সিয়াম অভিনীত ‘জংলি’ সিনেমার নতুন লুক প্রকাশিত হয়েছে। আজ রোববার দুপুরে নতুন লুক ফেসবুক পোস্ট করেন অভিনেতা। এর আগে আরেকটি লুক প্রকাশিত হয়েছিল, সেখানে সিয়ামকে দেখা গিয়েছিল, মুখভর্তি লম্বা গোঁফ-দাড়ি, উষ্কখুষ্ক চুল। এবার একদম ছিমছাম লুকে তিনি হাজির হলেন।
নতুন এই লুক নিজের ফেসবুকে প্রকাশ করে সিয়াম লিখেছেন, ‘আমি আছি “জনি”র সাথে। “জংলি”র সাথে তো পরিচয় হলো ঠিকই, এবার “জনি”র সাথে পরিচিত হওয়ার পালা।’ ছবি–সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, সিয়ামকে দ্বৈত চরিত্রে দেখা যাবে। সেই চরিত্র সম্পর্কে ধারণা দিতে নতুন লুক প্রকাশিত হয়েছে।
২০২৪ সালের শুরুতে শুটিং শুরু হয় এম রাহিম পরিচালিত ‘জংলি’ ছবির। গত বছর যখন প্রেক্ষাগৃহে ঈদুল ফিতরের ছবি নিয়ে মাতামাতি, ঠিক তখনই ছবিটির ফার্স্ট লুক পোস্টার আসে। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে তখনই জানানো হয়, সিয়াম অভিনীত ছবিটি ওই বছরেরই ঈদুল আজহায় মুক্তি পাবে। তবে শুটিংয়ের কিছু অংশ বাকি থাকায় তখন ছবিটি মুক্তি দেওয়া সম্ভব হয়নি।
এবার পরিচালক এম রাহিম বললেন, ‘গত বছর ঈদে মুক্তির কথা থাকলেও কাজ শেষ করতে না পারায় মুক্তি দিতে পারিনি। কারণ, আমরা আমাদের কাজটাকে সর্বোচ্চ মানের করতে চেয়েছি। হাতে সময় পাওয়ায় সেটা করতে পেরেছি বলে আমার বিশ্বাস। পুরোপুরি উৎসবে মুক্তি দেওয়ার মতো করেই ছবিটি নির্মাণ করা হয়েছে। “জংলি” এমন একটি সিনেমা, যে সিনেমায় অ্যাকশন, রোমান্স, পারিবারিক গল্প—সবই থাকবে। দর্শক একটি দৃশ্যের জন্যও পর্দা থেকে চোখ ফেরাতে পারবেন না। আমার বিশ্বাস, দর্শকেরা প্রেক্ষাগৃহ থেকে মুগ্ধতা নিয়ে বের হবেন।’
সাত বছরের ক্যারিয়ারে সিয়াম ১৪টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। ২০২৩ সালে এই তারকার সর্বশেষ ছবি ‘মুজিব: একটি জাতির রূপকার’ মুক্তি পায়। এরপর আর তাঁকে নতুন কোনো চলচ্চিত্রে দেখা যায়নি। ‘জংলি’ প্রসঙ্গে সিয়াম জানিয়েছেন, ছবিটির চরিত্র হয়ে উঠতে তাঁকে কঠোর পরিশ্রম করতে হবে। চরিত্রটি নিজের ভীষণ ভালোবাসার বলেই এমন ত্যাগ স্বীকার করেছেন বলেও জানান এই তারকা।
এ ছবিতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী ও প্রার্থনা ফারদিন দীঘি। ‘জংলি’ ছবির গল্প লিখেছেন আজাদ খান, চিত্রনাট্য করেছেন যৌথভাবে কলকাতার সুকৃতি সাহা ও মেহেদী হাসান।
ছবিতে নিজের চরিত্রটি প্রসঙ্গে সিয়াম ফেসবুকে লিখেছেন, ‘অভিনেতাদের জীবনে মাঝে মাঝে এমন চরিত্র আসে, যার কারণে সে নিজের সর্বস্ব দিয়ে দিতে রাজি হয়ে যায়। “জংলি” আমার জীবনে তেমনই এক চরিত্র হয়ে এসেছে এ বছর। হয়তো চুল-দাড়িতে এক্সটেনশন লাগালেই হতো, তবু প্রায় সাত মাস চুল-দাড়ি কাটিনি। এক বছর চরিত্রটাকে আগলে ধরে রেখেছি। কারণ, চরিত্রটাকে যাপন করতে চেয়েছি, দর্শকদের নতুন কিছু উপহার দিতে চেয়েছি। আমি চেষ্টা করেছি, বাকিটা দর্শকের হাতে।’
সিয়াম, বুবলী, দীঘি ছাড়াও ‘জংলি’ ছবিতে আছেন দিলারা জামান, শহীদুজ্জামান সেলিম, রাশেদ মামুন অপু, সোহেল খান, এরফান মৃধা শিবলু। ছবিটি পরিচালনা করেছেন এম রাহিম। আগামী ঈদুল ফিতরে ছবিটি মুক্তির কথা রয়েছে।