যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের গোল্ডেন স্টেট চলচ্চিত্র উৎসবে মনোনীত হয়েছে মিঠু খানের সিনেমা ‘নীলচক্র’। ১৪ থেকে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত লস অ্যাঞ্জেলেসের টিএলসি চায়নিজ থিয়েটারে হবে উৎসব। চলতি বছর দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা আরিফিন শুভ ও মন্দিরা চক্রবর্তী অভিনীত সিনেমাটির। নির্মাতা মিঠু খানের সঙ্গে যৌথভাবে ছবির চিত্রনাট্য লিখেছেন নাজিম উদ দৌলা।
পরিচালক মিঠু খান জানালেন, এবার ‘গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যাল’–এর অষ্টম আসর। এতে বাংলাদেশ থেকে ‘নীলচক্র’ সিনেমাটি ‘ফরেন ল্যাঙ্গুয়েজ’ বিভাগে অফিশিয়াল নির্বাচিত হয়েছে সিনেমাটি।
মিঠু খান আরও জানান, গোল্ডেন স্টেট ফিল্ম ফেস্টিভ্যাল মূলত স্বাধীন চলচ্চিত্র নির্মাতাদের প্রতিভা প্রদর্শনের সুযোগ করে দেয়। ‘পৃথিবীর নানা দেশের তরুণ ও উদীয়মান নির্মাতারা এই ফেস্টিভ্যালে তাঁদের সিনেমা নিয়ে অংশ নেন। এমন উৎসবে আমার সিনেমা নির্বাচিত হয়েছে—এটা আমার জন্য অবশ্যই বড় প্রাপ্তির,’ বলেন তিনি।
মিঠু খান জানালেন, এর আগে আমেরিকান ফিল্ম মার্কেটে ‘নীলচক্র’ আন্তর্জাতিক প্রিমিয়ার করা হয়। লাস ভেগাসের ওই প্রিমিয়ারে উপস্থিত ছিলেন সিনেমাটির প্রযোজক এনায়েত আকবর, আসিফ আকবর ও আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে থাকা জে জে রজার্স।
‘নীলচক্র’ ছবির প্রধান চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। তাঁর সঙ্গে রয়েছেন মন্দিরা চক্রবর্তী। আরও আছেন ফজলুর রহমান বাবু, শিরীন আলম, খালেদা আক্তার কল্পনা, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান প্রমুখ। এ সিনেমায় প্রথমবারের মতো বড় পর্দায় দেখা যাবে সংগীতশিল্পী বালামকে।
অভিনয়ের পাশাপাশি ‘নীলচক্র’ ছবিতে দুটি গানের সঙ্গেও জড়িয়ে আছে বালামের নাম। একটি গান সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি গেয়েছেন তিনি, যে গানের কথা রবিউল ইসলাম জীবনের। আরেকটি গানের শুধু সংগীতায়োজন করেছেন, যেটি গেয়েছেন র্যাপার সাফায়েত।
পরিচালক মিঠু খান আগে ‘অচেনা হৃদয়’ নামে একটি ছবি বানিয়েছেন, সেই ছবিতে অভিনয় করেছিলেন মামনুন ইমন ও প্রসূন আজাদ।