মার্কিন অডিও যন্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়াম্পলার পেডালসের অফিশিয়াল শিল্পী নির্বাচিত হয়েছেন ভাইকিংসের লিড গিটারিস্ট ফারুক হোসেন শুভ। গতকাল শনিবার ব্যান্ডের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
ওয়াম্পলার পেডালসের আনুষ্ঠানিক শিল্পী হওয়ার বিষয়টিকে ফারুক হোসেন শুভ তাঁর জীবনের অন্যতম অর্জন মনে করছেন। নিজের নামটি ওয়াম্পলার পেডালসের অফিশিয়াল ওয়েবসাইটে দেখে যারপরনাই আনন্দিত এই বাংদেশি গিটারিস্ট।
নিজের অনুভূতি প্রকাশ করে তিনি বলেন, ‘এই অন্তর্ভুক্তি শুধু আমার জন্য নয়, এটি বাংলাদেশের সংগীতশিল্পীদের প্রতিভার স্বীকৃতি। আন্তর্জাতিক মঞ্চে দেশকে প্রতিনিধিত্ব করতে পারা সত্যিই গর্বের বিষয়। আমার ব্যান্ড ভাইকিংস, আমার পরিবার, বন্ধু এবং অগণিত ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের ভালোবাসা ও সমর্থন ছাড়া এই যাত্রা সম্ভব হতো না।’
ফারুক হোসেনের মতে, তাঁর এই অর্জন ভবিষ্যতে বাংলাদেশের সংগীতশিল্পীদের জন্য আন্তর্জাতিক মঞ্চে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে।
২০০৭ সালে ব্রায়ান ওয়াম্পলার প্রতিষ্ঠিত ওয়াম্পলার পেডালস ওভারড্রাইভ, ডিস্টর্শন, ফাজ এবং মডুলেশন পেডালের জন্য বিশ্বজুড়ে পরিচিত। উচ্চমানের সাউন্ড ও সৃজনশীল ডিজাইনের জন্য বিশ্বব্যাপী শীর্ষস্থানীয় মিউজিশিয়ানদের মধ্যে ওয়াম্পলার পেডালস নির্ভরযোগ্য নাম। ফারুক হোসেন ভাইকিংস ব্যান্ডের অন্যতম সদস্য।