দ্যা নিউ ভিশন

এপ্রিল ৮, ২০২৫ ১৯:৫৪

আমির খান কি আবার প্রেমে পড়েছেন

আমির খান। এএফপি

কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের ঘোষণার পর আমির খানের সঙ্গে অভিনেত্রী ফাতিমা সানা শেখের সম্পর্ক নিয়ে বিস্তর চর্চা হয়। পরে অবশ্য তাঁদের সম্পর্ক নিয়ে আর কিছু জানা যায়নি। ভারতীয় গণমাধ্যম পিঙ্কভিলার দাবি, আমির খান আবার প্রেম করছেন।
জানা যাচ্ছে, বেঙ্গালুরু নিবাসী গৌরীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। তবে আমিরের সঙ্গে কীভাবে তাঁর আলাপ, তার বিশদ এখনো জানা যায়নি।

দুবার বিচ্ছেদ হলেও সাবেক স্ত্রীদের সঙ্গে সুসম্পর্ক আমিরের। দ্বিতীয় স্ত্রী কিরণের সঙ্গে ছবিতে কাজও করেন। গৌরীও কি বলিউডের সঙ্গে যুক্ত?

জানা গেছে, বলিউডের সঙ্গে কোনো যোগাযোগ নেই গৌরীর। তবে দক্ষিণি চলচ্চিত্রজগতের সঙ্গে তাঁর কোনো যোগ রয়েছে কি না, তা এখনো প্রকাশ্যে আসেনি। তাই অনুরাগীদের মধ্যে গৌরীর পেশা নিয়ে এরই মধ্যে কৌতূহল তৈরি হয়েছে।

এই সম্পর্ককে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন আমির। জানা যাচ্ছে, তাঁর ভবিষ্যৎ পরিকল্পনাও রয়েছে এই সম্পর্ক নিয়ে। এরই মধ্যে পরিবারের সঙ্গে গৌরীর দেখা করিয়েছেন তিনি।
১৯৮৬ সালে রিনা দত্তকে বিয়ে করেছিলেন আমির। তাঁদের দুই সন্তান রয়েছেন জুনাইদ ও ইরা। ২০০২ সালে রিনার সঙ্গে দাম্পত্যে ইতি টেনেছিলেন অভিনেতা।

এর পরেই আমিরের সঙ্গে সম্পর্কে জড়ান তাঁরই সহ-পরিচালক কিরণ রাও। ২০০৫ সালে বিয়ে করেছিলেন তাঁরা। তবে ২০২১ সালে যৌথভাবে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন তাঁরা। আমির ও কিরণেরও এক পুত্র রয়েছে, নাম আজাদ রাও খান।

‘লাল সিংহ চড্ডা’ ছবিতে আমিরকে শেষ দেখা গিয়েছিল। তবে ছবিটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। ভবিষ্যতে তাঁকে দেখা যাবে ‘সিতারে জমিন পার’ ছবিতে। চলতি বছরের বড়দিনে মুক্তি পাবে সিনেমাটি।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী