সরকারি অনুদান নেওয়ার প্রায় সাত বছর পর মুক্তি পাচ্ছে ‘দায়মুক্তি’ সিনেমাটি। আজ শুক্রবার ৭ ফেব্রুয়ারি সারা দেশের প্রেক্ষাগৃহে ‘দায়মুক্তি’ সিনেমাটি মুক্তি পাচ্ছে।
সরকারি অনুদান পাওয়ার পর এক বছরের মধ্যে সিনেমা মুক্তি দেওয়ার নির্দেশনা থাকে। কিন্তু সময়মতো অনুদান পেলেও বেশির ভাগ ক্ষেত্রেই নির্ধারিত সময়ের মধ্যে সিনেমা মুক্তি দিতে ব্যর্থ হন অনেক নির্মাতা। নানা জটিলতায় নির্মাতা বদিউল আলম পরিচালিত ‘দায়মুক্তি’ ছবিটি এত বছর মুক্তি পায়নি। ২০১৭ সালে অনুদান পেয়েছিল এ সিনেমা।
বৃদ্ধাশ্রমের গল্পকে উপজীব্য করে নির্মিত হয়েছে ‘দায়মুক্তি’। বদিউল আলম পরিচালিত এ ছবিতে জুটি হয়ে অভিনয় করেছেন সাইমন সাদিক ও সুম্মি রহমান। গুরুত্বপূর্ণ দুটি চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত ও দিলারা জামান। আরও আছেন সামিয়া নাহি, সুচরিতা, সুব্রত প্রমুখ।
একুশে পদক ও জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া প্রবীণ অভিনয়শিল্পী আবুল হায়াত ও দিলারা জামান ছোট পর্দার নাটকে মা-বাবার চরিত্রে অসংখ্যবার অভিনয় করেছেন। তবে সিনেমায় দুজনকে একসঙ্গে দেখা গেছে একেবারেই কম। হুমায়ূন আহমেদের ‘আগুনের পরশমণি’ ও মীর সাব্বিরের ‘রাত জাগা ফুল’-এ দুজন অভিনয় করলেও একসঙ্গে পর্দায় তেমন দেখা যয়নি। একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে আবুল হায়াত জানিয়েছেন, টেলিভিশনে দিলারা জামানের সঙ্গে প্রথম অভিনয় করেছেন ‘জোহরা’ নাটকে। বিটিভিতে ‘শেকড়’ নাটকে স্বামী-স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন। হুমায়ূন আহমেদের ‘এইসব দিনরাত্রি’, ‘অয়োময়’তেও অভিনয় করেছেন। এ ছাড়া জুটি হয়ে অভিনয় করেছেন ‘নক্ষত্রের রাত’ ধারাবাহিকে। তাঁর ভাষ্যে, ‘দিলারা জামান খুব ভালো একজন সহকর্মী। দীর্ঘদিন ধরে আমাদের রসায়ন দর্শক পছন্দ করছে, এটা অবশ্যই আনন্দের খবর।’
আবুল হায়াতের সঙ্গে তাঁর জুটির প্রসঙ্গে দিলারা জামান বললেন ভাষ্যে এমন, ‘টেলিভিশনে যখন অভিনয়ে নিয়মিত হই, তখন থেকেই নাটকগুলোতে আমি একটু বয়স্ক চরিত্রে অভিনয় করতাম। দেখা যেত যারা আমার ছেলের চরিত্রে অভিনয় করত, বেশির ভাগই ছিল আমার সমবয়সী। আবুল হায়াত ভাইও একটি নাটকে আমার ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন। প্যাকেজ নাটক শুরু হওয়ার পর হুমায়ূন আহমেদ ও ফেরদৌস হাসান আমাদের পরপর অনেক নাটকে নির্বাচন করে জুটি জনপ্রিয় করে তোলেন। অভিনেতা হিসেবে হায়াত ভাই কেমন, সেটা বলার অপেক্ষা রাখে না, সহকর্মী হিসেবেও উনি খুব ভালো একজন মানুষ। সে জন্যই এত বছর পরও তাঁর সঙ্গে কাজ করতে কোনো একঘেয়ে লাগে না, বরং স্বাচ্ছন্দ্য বোধ করি।’
‘দায়মুক্তি’ নিয়ে পরিচালক বদিউল আলম জানিয়েছেন, ‘জন্মদাতা মা-বাবার প্রতি আমাদের আচরণ কেমন হওয়া উচিত, সন্তান হিসেবে আমাদের দায়িত্বটা কী, সেই গল্পটাই তুলে ধরা হয়েছে। সামাজিক গল্পের সিনেমাটি ভালো লাগবে সবার।’
রাইসা ফিল্ম প্রোডাকশনের ব্যানারে নির্মিত সিনেমাটির কাহিনি ও সংলাপ রচনা করেছেন কমল সরকার। মনিরুজ্জামান মনির ও কবির বকুলের কথায় এতে গান রয়েছে দুটি। জাহিদ নীরব এবং আলী আকরাম শুভর সংগীতে গান দুটিতে কণ্ঠ দিয়েছেন মনির খান, কোনাল ও সাব্বির নাসির।