দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ২৩:১৮

সাইফ আলী অভিনেতা হিসেবে যেভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন

নানা ধরনের চরিত্রে সাইফ আলী খান। কোলাজ

তিনি আমির, শাহরুখ বা সালমান খান নন। হিন্দি সিনেমার বড় তিন তারকার মতো জনপ্রিয়তাও নেই তাঁর। তবে তিনি নিজেকে যেভাবে বারবার ভেঙেছেন, নানা ধরনের চরিত্রে অভিনয়ের ঝুঁকি নিয়েছেন; প্রথম সারির কম অভিনেতাই সেটা করেছেন। হচ্ছিল সাইফ আলী খানের কথা; হামলার ঘটনার পর যিনি এই মুহূর্তে অন্যতম আলোচিত বলিউড তারকা।

শর্মিলা ঠাকুর ও মনসুর আলী পতৌদির ছেলে সিনেমায় আসবেন অনুমিতই ছিল। ১৯৯৩ সালে ‘পরম্পরা’ দিয়ে বড় পর্দায় পা রাখেন সাইফ। ছবিটি বক্স অফিসে ফ্লপ হয়। নব্বইয়ের দশকে বেশ কয়েকটি সিনেমা করলেও সাইফকে দর্শক আসলে মনে রেখেছেন ‘হাম সাথ-সাথ হ্যায়’-এর জন্য। যৌথ পরিবারের প্রেক্ষাপটে নির্মিত পারিবারিক ড্রামা সিনেমাটি বেশ আলোচিত হয়। তবে সাইফের অভিনেতা হিসেবে উত্থান পরের দশকে। ২০০০ সাল থেকে পরের এক দশক বেশ কয়েকটি ব্যবসাসফল সিনেমায় দেখা যায়, করেন কয়েকটি নিরীক্ষাধর্মী সিনেমাও। যার শুরুটা ‘দিল চ্যাহতা হ্যায়’ দিয়ে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী