দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ১৮:৩৬

ভালোবাসার মৌসুমে ভালোবাসার রঙে রাঙাতে বিঞ্জে আসছে ‘নীল সুখ’

আসছে ভালোবাসার মৌসুম। নতুন ফুলের আগমনের সঙ্গে সঙ্গে মানুষের মনেও যেন ভালোবাসার সুবাস ছড়াচ্ছে। ভালোবাসা প্রকাশের জন্য মানুষ সব সময় বেছে নিয়েছে গান কিংবা কবিতার। ভালোবাসার গান বললেই মাথায় আসবে রবীন্দ্রনাথের কথা। যাঁর প্রতিটি গান, শব্দ হৃদয়ে দাগ কেটে যায়।
এমন সময়কে আরও রাঙাতে গতকাল রোববার (২ ফেব্রুয়ারি) রাত ৮টা ৪৫ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যমে অবমুক্ত হয়েছে ‘নীল সুখ’ নামের একটি নতুন ওয়েব ফিল্মের টিজার।

‘নীল সুখ’ নামের ফেসবুক পেজ এবং ওটিটি প্ল্যাটফর্ম ‘বিঞ্জ’–এর ফেসবুক পেজে একযোগে রিলিজ হওয়ার পর থেকেই টিজারটি আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। দর্শকদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল—কে অভিনয় করেছেন? কে পরিচালনা করেছেন? কেমন হতে চলেছে কাহিনি?
টিজারে দেখা যায়, এক নারী বাগানের গহিন পথে ধীরে ধীরে হেঁটে চলেছে, যেন এক রহস্যময় গন্তব্যের খোঁজে। ব্যাকগ্রাউন্ডে রবীন্দ্রসংগীত ‘ফুলে ফুলে ঢলে ঢলে’র মায়াবী সুর ঘিরে রেখেছে গোটা পরিবেশ। সুর, দৃশ্য ও আবহের অনবদ্য সংমিশ্রণে তৈরি হয়েছে এক নৈসর্গিক ভালোবাসার গল্পের আভাস।

ওয়েব ফিল্মটির নির্মাতারা এখনো সম্পূর্ণ কাস্ট ও ক্রু–তালিকা প্রকাশ করেননি, যা দর্শকদের কৌতূহল আরও বাড়িয়ে দিয়েছে। কে হতে পারে সেই রহস্যময় নারী—টিজারটি দেখার পর তা নিয়ে নেটিজেনদের অনেকেই বিভিন্ন মতামত দিচ্ছেন, কমেন্ট করছেন। দর্শকদের কৌতূহলের পারদ বাড়ছে সময়ের সঙ্গে সঙ্গে।

তবে ইতিমধ্যেই অনেকেই বলছেন, ‘নীল সুখ’ হতে যাচ্ছে এই বছরের অন্যতম সেরা ভালোবাসার গল্প। অনেক দিন পর চমৎকার একটি কনটেন্ট আসতে যাচ্ছে ওটিটিতে। এখন শুধু অপেক্ষার পালা। কবে মুক্তি পাবে পুরো ওয়েব ফিল্মটি? কবে দর্শকেরা এক নতুন ভালোবাসার গল্পের সাক্ষী হতে পারবেন? ভালোবাসার মৌসুমে প্রেমের আবহে ‘নীল সুখ’ যে দর্শকদের হৃদয়ে স্থায়ী ছাপ ফেলবে, তা টিজারটা দেখে হলফ করে বলা যেতেই পারে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী