দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ০৫:২১

হাবিব ভাইয়ের সঙ্গে একটি নতুন চমক আসতে পারে।

সাধারণত নিজের জন্মদিনে ইমরান মাহমুদুল এমন অভিজ্ঞতা পান না। প্রতিবছর তাঁর জন্মদিন সাদামাটাই থাকে। বুধবার রাতে বাইরে থাকাকালীন, বাসায় ফিরে দেখেন পুরো বাসা সাজানো। এটি ছিল সম্পূর্ণ নতুন অভিজ্ঞতা, যা তাকে চমকে দেয়। ইমরান বলেন, “এই প্রথমবারের মতো আমার জন্মদিন এমনভাবে উদ্‌যাপন করা হলো। রাত ১২টা ১ মিনিটে পরিবারের সবাই মিলে কেক কাটলাম। স্ত্রীর সঙ্গে প্রথমবার জন্মদিন উদ্‌যাপন করলাম। গত বছর বিয়ের পর প্রথম জন্মদিন হলেও, যুক্তরাষ্ট্রে শো করতে যাওয়ায় স্ত্রীর সঙ্গে কেক কাটতে পারিনি। এবারই প্রথম এ সুযোগ পেলাম। আমার মা ও বোনও ছিল। খুব আনন্দঘন পরিবেশে আমার জন্মদিনের প্রথম প্রহরটি শুরু হলো।”

 

স্ত্রী কী উপহার দিয়েছেন, জানতে চাইলে ইমরান বলেন, “স্ত্রীর কাছ থেকে অনেক সারপ্রাইজ পেয়েছি। সবচেয়ে বড় উপহার হলো, আমার স্ত্রী নিজ হাতে রান্না করে দুপুরে আমাদের সবাইকে খাইয়েছে।” জন্মদিনের পুরো দিনটা পরিবারকে সময় দিতে ব্যস্ত থাকবেন বলেও জানান তিনি। “বিয়ের পর স্ত্রী, মা ও বোনের সঙ্গেই জন্মদিন উদ্‌যাপন করছি। এই দিনটি বিশেষভাবে কাটাতে চাই, তাই কোনো কাজ রাখিনি। রাতে সবাইকে নিয়ে খেতে বের হব।”

 

এরই মধ্যে, ইমরান মাহমুদুলের সুর করা তাহসান খান ও তাসনিয়া ফারিণের ‘রঙে রঙে রঙিন হব’ গানটি ব্যাপক জনপ্রিয় হয়েছে। তার নিজের গাওয়া ‘ভালোবাসি বলে যাও’ গানটিও শ্রোতাদের কাছে জনপ্রিয়। নতুন গান নিয়ে জানতে চাইলে, ইমরান জানান, “‘জংলি’, ‘এশা মার্ডার’, ‘নূর’সহ বেশ কয়েকটি বড় বাজেটের সিনেমার গান প্রকাশের অপেক্ষায় রয়েছে। এছাড়া ফুয়াদ ভাইয়ের সুরে ‘মন বুঝলি না’ গানটি শিগগিরই আসবে। পরিকল্পনা চলছে হাবিব ভাইয়ের সঙ্গে একটি চমক নিয়ে।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী