দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ১৫:৪৭

জনরোষের মুখে ঋতুপর্ণা পালিয়ে গেলেন।

আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে নিহত চিকিৎসকের জন্য ন্যায়বিচার দাবিতে পথে নেমেছিলেন টালিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ১৫ আগস্ট থেকে একের পর এক প্রতিবাদ মিছিলে সাধারণ মানুষের পাশাপাশি তারকারাও অংশ নিচ্ছেন।

 

গতকাল বুধবার, প্রতিবাদে যোগ দিতে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে পৌঁছান অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তবে সেখানে তিনি জনরোষের মুখে পড়েন এবং পালিয়ে যেতে বাধ্য হন। ঋতুপর্ণা গাড়ি থেকে নামতেই ‘গো ব্যাক, গো ব্যাক’ স্লোগান ওঠে। প্রতিবাদে অংশ নেওয়ার চেষ্টা করলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে, ফলে তার দেহরক্ষীরা দ্রুত তাকে গাড়িতে তুলে নেন।

 

রাত বাড়ার সঙ্গে সঙ্গে স্লোগানের তীব্রতা বাড়তে থাকে এবং শ্যামবাজারে মোমবাতি ও প্ল্যাকার্ড নিয়ে বেশ কিছু মানুষ উপস্থিত ছিল। ঋতুপর্ণার উপস্থিতির খবর পেয়ে আন্দোলনকারীরা উত্তেজিত হয়ে ওঠেন এবং তার কালো গাড়িতে ধাক্কা দিতে থাকেন।

 

সাংবাদিকদের কাছে ঋতুপর্ণা জানান, তিনি একজন সাধারণ নাগরিক হিসেবে প্রতিবাদে অংশ নিতে এসেছিলেন। কিন্তু কেন এই বিক্ষোভের মুখে পড়তে হলো, তা স্পষ্ট নয়। এর আগে শঙ্খ বাজানো নিয়ে কটাক্ষের শিকার হওয়ার পর, ঋতুপর্ণা বুধবার আরজি করের নির্যাতিতার বিচার চেয়ে আসেন, যা আন্দোলনকারীদের আরও উত্তেজিত করে তোলে। অভিনেত্রী গাড়িতে উঠে চলে যাওয়ার চেষ্টা করলেও, আন্দোলনকারীরা গাড়িতে ধাক্কা দিতে থাকেন এবং চিৎকার করে বলেন, “পালিয়ে গেছেন ঋতুপর্ণা।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী