দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ১৫:২১

অপূর্ব-নীহা প্রথমবার

ভালোবাসা দিবসের নাটক ‘মন-দুয়ারী’তে এবার জুটি বাঁধলেন নাজনীন নীহা ও অপূর্ব

অভিনয়ে দুই দশক পার করেছেন অপূর্ব। এদিকে মাত্র কয়েক বছর হয় অভিনয় করছেন নাজনীন নীহা। ভালোবাসা দিবসের নাটক ‘মন-দুয়ারী’তে এবার জুটি বাঁধলেন এই দুই শিল্পী। টানা ১৩ দিন ঢাকা, নবাবগঞ্জ ও রাজশাহীর বিভিন্ন জায়গায় এ নাটকের শুটিং হয়েছে বলে জানান পরিচালক জাকারিয়া সৌখিন।
গল্প প্রসঙ্গে পরিচালক জানান, দাদিকে যুক্তরাষ্ট্রে নিয়ে যেতে নিউইয়র্ক থেকে ঢাকায় এসেছেন অমিত (অপূর্ব)। কিন্তু পরিবারের লোকজন দাদিকে ছাড়তে রাজি নন। দেশে থাকা অবস্থায় নন্দিনীর (নীহা) সঙ্গে অমিতের পরিচয়। ধীরে ধীরে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন দুজন। এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প। নাটকটি যৌথভাবে লিখেছেন নাসির খান ও জাকারিয়া সৌখিন।

নীহার সঙ্গে প্রথম কাজ প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘নীহার মধ্যে অনেক দূর যাওয়ার সম্ভাবনা আছে। ও শিখতে চায়, শিখে অভিনয় করতে চায়। এটাই ওর বড় গুণ। আর এগিয়ে যাওয়ার জন্য এ গুণই যথেষ্ট। এই নাটকে সে এত ভালো করেছে, না দেখলে বিশ্বাস হবে না।’ এদিকে নীহা বলেন, ‘অপূর্ব ভাইয়ার সঙ্গে অভিনয় করার স্বপ্ন ছিল। সেই স্বপ্ন পূরণ হয়েছে। তাই আমি অনেক খুশি। পরিচালক ও অপূর্ব ভাইয়া দুজন আমাকে পুরোটা সময় সহযোগিতা করেছেন। আমিও আমার সেরাটা দেওয়ার চেষ্টা করেছি।’

পরিচালক জাকারিয়া সৌখিন বলেন, ‘ভালোবাসা দিবসে সব সময় একই টাইপের গল্পে নাটক নির্মিত হয়। কিন্তু আমাদের গল্পটি সম্পূর্ণ আলাদা। আপাতত এটুকুই বলছি। বাকিটা দেখার পর আপনারাও বুঝতে পারবেন।’

‘মন-দুয়ারী’ নাটকে আরও অভিনয় করেছেন দিলারা জামান, আমিনুর রহমান, শফিউল আলম, মিলি মুন্সী, শারমীন সুলতানা, রাইসা প্রমুখ।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী