সৌদি আরবের সংগীত নিয়ে বেশ কিছু বড় পরিকল্পনা হাতে নিয়েছে দেশটির সরকার। পরিকল্পনা বাস্তবায়নে বিশ্বের খ্যাতিমান ও জনপ্রিয় বেশ কয়েকজন সংগীতশিল্পীকে দায়িত্ব দিতে যাচ্ছে দেশটি। এরই ধারাবাহিকতায় এবার অস্কারজয়ী সুরকার হ্যান্স জিমারের সঙ্গে কাজ শুরু করতে যাচ্ছে সৌদি আরব। দেশটির জাতীয় সংগীতের নতুন একটি ভার্সনের সঙ্গে নতুন কিছু প্রকল্পের দায়িত্ব দিতে যাচ্ছে দেশটি। সৌদি আরবের বিনোদন কর্তৃপক্ষের চেয়ারম্যান তুর্কি আলালশিখের বরাত দিয়ে এ কথা জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য গার্ডিয়ান।
নিজের এক্স হ্যান্ডলেও বিষয়টি নিয়ে কথা বলেছেন আলালশিখ। জিমারের সঙ্গে একটি ছবি পোস্ট করে সৌদির এই কর্মকর্তা লিখেছেন, ‘অনেকগুলো ভবিষ্যৎ প্রকল্প নিয়ে আমাদের আলোচনা হয়েছে। আশা রাখছি, এগুলো দ্রুতই আলোর মুখ দেখবে। তালিকায় ভিন্ন ভিন্ন বাদ্যযন্ত্র ব্যবহার করে সৌদি জাতীয় সংগীতকে নতুন করে সাজানোর পরিকল্পনা রয়েছে। এর সঙ্গে “অ্যারাবিয়া” নামে একটি নতুন মৌলিক সংগীত রচনার বিষয়েও আমাদের কথা এগিয়েছে।’
আলালশিখ আরও লিখেছেন, ‘একটি বড় কনসার্ট আয়োজন নিয়েও জিমারের সঙ্গে কথা হয়েছে। এ ছাড়া নির্মাণাধীন সিনেমা “দ্য ব্যাটল অব ইয়ারমৌক”-এর জন্য সাউন্ডট্র্যাক করার বিষয়ে জিমারকে প্রস্তাব দেওয়া হয়েছে।’ আলালশিখ আশা করছেন, খুব শিগগির বিষয়গুলোর আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হবে।
সৌদি আরবের জাতীয় সংগীত ‘আশ আল-মালিক’ (দীর্ঘজীবী হোন বাদশা)। ১৯৪৭ সালে সৌদি বাদশা আবদুল আজিজের অনুরোধে এটি রচনা করা হয়। এটি লিখেছেন ইবরাহিম খাফাজি আর, সুর করেছেন মিসরের আবদুর রহমান আল-খতিব।
হলিউডের ব্যবসায়িক সফল সিনেমা ‘গ্ল্যাডিয়েটর’, ‘দ্য পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ ও ডিজনির অ্যানিমেশন মুভি ‘দ্য লায়ন কিং’সহ আরও অনেক জনপ্রিয় সিনেমার সংগীত পরিচালনার দায়িত্বে ছিলেন জার্মান বংশোদ্ভূত হ্যান্স জিমার। ১৯৯৫ সালে ‘দ্য লায়ন কিং’ ও ২০২২ সালে ‘ডুন’ সিনেমায় সংগীত রচনা করে অস্কার জেতেন জিমার।