দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ১৫:২২

বিয়ে করেছেন দর্শন রাওয়াল

ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করে দর্শন

দীর্ঘদিনের বন্ধু ধারাল সুরেলিয়ার সঙ্গে সাত পাকে বাঁধা পড়েছেন তিনি। গতকাল শনিবার রাতে খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করার সঙ্গে সঙ্গেই মুহূর্তের মধ্যে তা হয়ে যায় ভাইরাল। ইনস্টাগ্রামে বিয়ের ছবি শেয়ার করে ক্যাপশনে দর্শন লিখেছেন, ‘চিরকালের সেরা বন্ধু।’ পোস্টের পর ভক্তদের শুভেচ্ছা ও প্রশংসায় ভাসছেন এই গায়ক।

২০১৪ সালে রিয়েলিটি শো ‘ইন্ডিয়াস র স্টার’-এ অংশগ্রহণের পর দর্শন রাওয়াল খ্যাতি অর্জন করেন। এরপর তিনি ‘প্রেম রতন ধন পায়ো’, ‘সনম তেরি কসম’, ‘তেরা সুরুর’, ‘লাভযাত্রী’র মতো বেশ কয়েকটি সিনেমার জন্য গান গেয়েছেন। জনপ্রিয় গানের মধ্যে আরও রয়েছে  ‘মিত্রন’, ‘এক লাড়কি কো দেখা তো আইসা লাগা’, ‘লাভ আজকাল’, ‘লুডো’, ‘রকি অর রানি কি প্রেমকাহানি’, ‘চান্দু চ্যাম্পিয়ন’, ‘ইশক ভিশক রিবাউন্ড’ ও অন্যান্য।

শুধু বলিউড নয়, গুজরাটি ও তেলেগু সিনেমায়ও দর্শন রাওয়াল গাইছেন সমানতালে। গান গাওয়ার পাশাপাশি গান লেখা ও সুর করায়ও সুনাম আছে তাঁর। হিন্দি, গুজরাটি, পাঞ্জাবি, বাংলাসহ বিভিন্ন ভাষায় গান করেন বলে কনসার্টেও রয়েছে দর্শনের দারুণ জনপ্রিয়তা।

২০২৩ সালে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছিলেন ভারতের বর্তমান সময়ের জনপ্রিয় গায়ক, সুরকার ও গীতিকার দর্শন। সে বছরের ১৪ সেপ্টেম্বর রাতে রাজধানীর আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরার (আইসিসিবি) নবরাত্রি হলে ‘লেটস ভাইব উইথ দর্শন রাওয়াল’ আয়োজনে গান পরিবেশন করেন তিনি।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী