দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০২:৫৬

“ইত্যাদি” এবার শেরপুরে

ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি, প্রত্নসম্পদ, মুক্তিযুদ্ধের গৌরবময় স্থান, আকর্ষণীয় পর্যটনকেন্দ্র, প্রাকৃতিক সৌন্দর্য এবং জনগুরুত্বপূর্ণ স্থান সম্পর্কে জানাতে ও জানাতে “ইত্যাদি” অনুষ্ঠান দেশের বিভিন্ন জায়গায় ধারণ করা হয়। এ ধারাবাহিকতায় এবারের পর্ব শেরপুরে ধারণ করা হয়েছে। শেরপুরের নালিতাবাড়ী উপজেলার গারো পাহাড় এলাকায় মধুটিলা ইকোপার্কে মঞ্চ নির্মাণ করা হয়েছে। এই সবুজ পার্কের পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে বিভিন্ন প্রজাতির গাছ দিয়ে মঞ্চ সাজানো হয়েছে।

 

জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান “ইত্যাদি”-এর নির্মাণ প্রতিষ্ঠান ফাগুন অডিও ভিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, অনুষ্ঠানটি জুলাই মাসের শুরুতে ধারণ করা হয়। নালিতাবাড়ীতে ধারণ হলেও দর্শকরা ৫০ থেকে ১০০ কিলোমিটার দূর থেকে আসেন। এবারের পর্বটি ৬ সেপ্টেম্বর, শুক্রবার রাত ৮টায় বাংলা সংবাদ পর বিটিভি ও বিটিভি ওয়ার্ল্ডে প্রচারিত হবে। অনুষ্ঠানটির প্রচার তারিখ ২৬ জুলাই ছিল, কিন্তু বিদ্যমান পরিস্থিতির কারণে তা হয়নি।

 

হানিফ সংকেতের রচনা, পরিচালনা ও উপস্থাপনায় এবারের “ইত্যাদি”-তে শেরপুরের পালাগানের শিল্পী তারা বয়াতী এবং পান্থ কানাই একটি বিশেষ লোকসংগীত পরিবেশন করেছেন, যার কথা লিখেছেন কবির বকুল। এছাড়া শেরপুরকে নিয়ে মনিরুজ্জামান পলাশের কথায় একটি পরিচিতিমূলক গান পরিবেশন করেছেন শতাধিক নৃত্যশিল্পী। নাচের কোরিওগ্রাফি করেছেন কমল কান্তি পাল এবং কণ্ঠ দিয়েছেন রাজীব ও তানজিনা রুমা। গানগুলোর সুর করেছেন হানিফ সংকেত এবং সংগীতায়োজন করেছেন মেহেদী।

 

দর্শক পর্বে শেরপুরকে ঘিরে প্রশ্নোত্তরের মাধ্যমে চারজন দর্শক নির্বাচন করা হয়, যারা বৃহত্তর ময়মনসিংহের সংগীতশিল্পী অনিমেষ রায়শিকড়সন্ধানের সঙ্গে অংশগ্রহণ করেন।

 

“ইত্যাদি” সব সময় দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে তথ্যভিত্তিক শিক্ষামূলক প্রতিবেদন প্রচার করে আসছে। এবারের পর্বেও শেরপুরের বিভিন্ন দর্শনীয় স্থান, আকর্ষণীয় পর্যটনকেন্দ্র, প্রত্নসম্পদ এবং জিআই পণ্য নিয়ে প্রতিবেদন রয়েছে। এছাড়া হাতি-মানুষের দ্বন্দ্ব নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন, এবং বিদেশি প্রতিবেদন পর্বে চীনের বেইজিংয়ের কেন্দ্রীয় টেলিভিশন ভবন, চায়না টাওয়ার ও চীনের মহাপ্রাচীরের ওপর প্রতিবেদন দেখানো হবে।

 

এছাড়া, সোলায়মান খোকা, জিয়াউল হাসান, সুভাশীষ ভৌমিক, মাসুম বাশার সহ বিভিন্ন শিল্পী এবারের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট