দ্যা নিউ ভিশন

এপ্রিল ১০, ২০২৫ ২২:২১

শেষবার এফডিসিতে প্রবীর মিত্র, ঘুমাবেন আজিমপুরে

সোমবার শেষবারের মতো এফডিসিতে এলেন

পাঁচ দশকের বেশি সময়ের চলচ্চিত্র ক্যারিয়ার। এ সময়ে চার শতাধিক চলচ্চিত্রে অভিনয় করেন প্রবীর মিত্র। এফডিসিতে কত শুটিং, আড্ডায় কেটেছে তাঁর সময়। সোমবার শেষবারের মতো এলেন সেখানে। তবে লাশবাহী ফ্রিজার ভ্যানে, নিথর মরদেহ। জোহরের নামাজের পর জানাজা শেষে শেষবারের মতো এফডিসি ছেড়ে যান এ খ্যাতিমান অভিনেতা।
এদিন শেষবারের মতো প্রবীর মিত্রকে দেখতে এফডিসিতে আসেন দীর্ঘদিনের সহকর্মী থেকে চলচ্চিত্রের বিভিন্ন পেশার মানুষ। চিত্রনায়ক আলমগীর, উজ্জ্বল, ইলিয়াস কাঞ্চন, মিশা সওদাগর থেকে এ সময়ের ইমন, বাপ্পীরা। জানাজার আগে চলচ্চিত্রের বিভিন্ন সংগঠন ফুল দিয়ে শ্রদ্ধা জানায় কফিনে।
জানাজার আগে পরিবারের পক্ষ থেকে কথা বলেন প্রবীর মিত্রের বড় ছেলে মিথুন। তিনি বলেন, ‘আমার বাবার কোনো কথা বা আচরণে যদি কষ্ট পেয়ে থাকেন, তাহলে মাফ করে দেবেন।’ তিনি জানান, তাঁর বাবা বিয়ের আগে ইসলাম ধর্ম গ্রহণ করেন। তাঁর মুসলিম নাম হাসান ইমাম।
শিল্পী সমিতির সভাপতি মিশা সওদাগর বলেন, ‘দাদা আমাদের মুরব্বি। তাঁর কাছ থেকে আমরা শিখেছি কীভাবে সিনিয়রদের সম্মান করতে হয়। তাঁর জন্য সবাই দোয়া করবেন।’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী