হাজার কোটি টাকার নিয়ন্ত্রণ নিতে ধুন্ধুমার কাণ্ড ঘটতে থাকে। টাকা বাগে পেতে গিয়ে শহরের প্রভাবশালী মাফিয়া থেকে রাজনীতিবিদ, শীর্ষ সন্ত্রাসী খুন হয়। এত কিছুর পরও কি আদৌ সেই টাকা কারও হাতে আসে? সেই উত্তর খুঁজতে হলে দেখতে হবে ‘ব্ল্যাক মানি’।
কালোটাকাকে কেন্দ্র করে নির্মিত সিরিজটি মুক্তি পেয়েছে গতকাল। বঙ্গ অরিজিনাল সিরিজটি নির্মাণ করেছেন নির্মাতা রায়হান রাফী। এটিই তাঁর প্রথম কোনো ওয়েব সিরিজ।
রাফীকে বরাবরই সত্য ঘটনার ছায়া অবলম্বনে সিনেমা নির্মাণ করতে দেখা গেছে। ব্ল্যাক মানি সিরিজের গল্পটা কীভাবে পেলেন? এমন প্রশ্নের জবাবে রায়হান রাফী গতকাল প্রথম আলোকে বলেন, ‘আর দশটা গল্প যেভাবে আমার মাথায় আসে, এটিও সেভাবেই এসেছে। গল্পটা পাওয়ার পর থেকেই পরিকল্পনা করছিলাম, এটি সিরিজ বানাব।’
‘পোড়ামন ২’, ‘দহন’, ‘পরাণ’, ‘দামাল’ থেকে ‘তুফান’ বানিয়ে আলোচিত হয়েছেন পরিচালক রায়হান রাফী। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের পাশাপাশি ‘ফ্রাইডে’, ‘সাত নম্বর ফ্লোর, টান’, ‘খাঁচার ভেতর অচিন পাখি’, ‘জানোয়ার’, ‘নিঃশ্বাস’-এর মতো ওয়েব সিনেমাও নির্মাণ করেছেন তিনি।
তবে এত দিন ধরে রাফীকে কোনো ওয়েব সিরিজে দেখা যায়নি। রাফীর প্রতিটি কাজে বাস্তবতার দেখা মেলে, তবে ব্ল্যাক মানি খানিকটা হালকা গল্পে নির্মাণ করেছেন তিনি। রাফীর ভাষ্যে, দুঃখ, যন্ত্রণার মধ্যে একটু হালকা গল্প দেখলে দর্শকেরা পছন্দ করবেন। সিরিজের গল্পটা খানিকটা হালকা, ডার্ক কমেডি ঘরানার। সিরিজটি দেখলে দর্শকেরা হাসবেন। পাশাপাশি গানও থাকবে। আশা করছি, উপভোগ করবেন।
এর আগে একাধিক ওয়েব সিনেমা নির্মাণ করলেও এবারই প্রথম ওয়েব সিরিজ নির্মাণ করেছেন রাফী। রাফী কি একটু দেরিতে ওয়েব সিরিজে এলেন? তিনি বলেন, ‘আমি মূলত সিনেমা বেশি বানাই। বছরে একটা করে সিনেমা মুক্তি পাচ্ছে। একটু সময় নিয়ে সিনেমা বানাতে হয়, ফলে ওয়েব সিরিজের জন্য আলাদা করে সময় দেওয়া হয়নি। এবার এসে মনে হচ্ছিল, এটা সিরিজই করব।’
‘ব্ল্যাক মানি’ সিরিজের গল্প নিয়ে রাফী বলেন, ‘আমরা অনেক দিন ধরেই শুনছি, কালোটাকা বিভিন্ন দেশে চলে যাচ্ছে। বিষয়টি নিয়ে অনেক দিন হলো কাজ করার ইচ্ছা ছিল। তাই মনে হয়েছে, জীবনের প্রথম ওয়েব সিরিজ এমন একটি কনটেন্ট দিয়েই শুরু করি। এ ছাড়া আমি বাস্তব গল্পের ছোঁয়ায় সিনেমা বানাতে চাই বলেই এমন একটি গল্প পছন্দ করেছি, যার নাম দেখেই দর্শক কিছুটা বুঝতে পারছেন।’
ব্ল্যাক মানি দিয়ে ওয়েব সিরিজে অভিষেক ঘটেছে চিত্রনায়িকা পূজা চেরীর। এর আগে প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে পূজা বলেন, ‘সিনেমা, বিজ্ঞাপনচিত্রসহ সব মাধ্যমে কাজ করেছি। বাদ ছিল শুধু ওয়েব সিরিজ। অনেক দিন ধরে প্রস্তাবও ছিল। কিন্তু গল্প ও আনুষঙ্গিক বিষয় পছন্দ না হওয়ায় কাজ করা হয়নি। এটা আমার প্রথম সিরিজ। ওয়েব সিরিজ করার আগ্রহ থেকেই এটির কাজ করা। সবচেয়ে বড় কথা, আমার নায়িকাজীবনের প্রথম সিনেমা পোড়ামন ২-এর পরিচালক রায়হান রাফী এই সিরিজের নির্মাতা। অনেক গুণী সব অভিনয়শিল্পী আছেন, তাঁদের সঙ্গে কাজ করে শিখতে পারব। এই শেখার লোভ থেকে কাজটি করা। শিখেছিও।’
পরিচালক বলেন, চরিত্রই সিরিজের গল্পকে এগিয়ে নেবে। ফলে চরিত্র নির্বাচনে চমক রেখেছেন তিনি। চমক হিসেবে একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক রুবেলকে নির্বাচন করেছেন তিনি।
এর আগে সিরিজের ফার্স্ট লুক প্রকাশের পর রুবেলের লুকের প্রশংসা করেছেন দর্শকেরা। রুবেল বলেন, ‘রায়হান রাফী মানেই এখন অন্য কিছু। তার প্রমাণ আমরা গত কয়েক বছরে পেয়েছি। তিনি যখন আমাকে ফোন করে ব্ল্যাক মানির কথা বলেছেন, আমি তাঁর কথা ফেলতে পারিনি। এটার মাধ্যমে ওয়েব সিরিজ জগতে আমার প্রবেশ ঘটছে। এখানে আমার সঙ্গে দুর্দান্ত কিছু শিল্পী কাজ করেছেন।’
পূজা চেরী ও রুবেলের পাশাপাশি এই সিরিজে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, সুমন আনোয়ার, মুকিত জাকারিয়া, পাভেল প্রমুখ।