দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ০৪:৪৬

বউ–জামাই মেলা মাতিয়ে গেলেন বেবী নাজনীন

মঞ্চে সংগীতশিল্পী বেবী নাজনীন

লালমনিরহাটের বউ–জামাই মেলা মাতিয়ে গেলেন বেবী নাজনীন। লালমনিরহাট সদরের আর কে রোড ঘেঁষে শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠ। এখানেই বসেছিল ঐতিহ্যবাহী বউ–জামাই মেলা। গত বুধবার ছিল মেলার শেষ দিন। শীতের রাতে সংগীতের উষ্ণতায় হাজার হাজার দর্শক–শ্রোতাকে মাতিয়ে গেলেন সংগীতশিল্পী বেবী নাজনীন।

রাত ৯টা পাঁচ মিনিটে দর্শকের হাততালির মধ্যে মঞ্চে আসেন বেবী নাজনীন। রাত প্রায় ১১টা পর্যন্ত টানা ২০টি গান শোনান। শুরু করেন তাঁর জনপ্রিয় গান ‘এলোমেলো বাতাসে’ দিয়ে, ‘কাল সারা রাত ছিল স্বপনেরও রাত’ দিয়ে শেষ হয় আয়োজন। মাঝে ‘আমার ঘুম ভাঙ্গাইয়া গেলো গো মরার কোকিলে,’ ও ‘মুই না শোনং না শোনং তোর বৈদেশিয়ার কথারে, মোক ছাড়িয়া গেলু ক্যানে রে’, ‘প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ’, ‘সূর্যোদয়ে তুমি, সূর্যাস্তেও তুমি’সহ নিজের জনপ্রিয় গানগুলো শোনান এই সংগীতশিল্পী।

বেবী নাজনীনের একক সংগীত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেলা উদ্‌যাপন পরিষদের প্রধান পৃষ্ঠপোষক বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপমন্ত্রী আসাদুল হাবিব। সঞ্চালনা করেন মেলার উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক শহীদ আবুল কাশেম মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক এ বি এম ফারুক সিদ্দিকী।
গত ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে ১৬ দিনব্যাপী বউ–জামাই মেলার উদ্বোধন করেন বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক জেলা বিএনপির সভাপতি উপমন্ত্রী আসাদুল হাবিব।

বউ–জামাই মেলার উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক এ বি এম ফারুক সিদ্দিকী জানান, মেলায় ২৮ ডিসেম্বর প্রথম কনসার্টে সংগীত পরিবেশন করেন হৃদয় জে জে, মিশু সরকার সুবর্ণা ও তিলোত্তমা বিশ্বাস। ২৯ ডিসেম্বর দ্বিতীয় দিন কনসার্টে সংগীত পরিবেশন করেন প্রিয়ামণি ও সুকুমার বাউল, ৩০ ডিসেম্বর তৃতীয় দিন সংগীত পরিবেশন করেন শিমুল হাসান, বিথিয়া বীথি ও অনিক রায়। ৩১ ডিসেম্বর চতুর্থ দিনের কনসার্টে সংগীত পরিবেশন করেন গামছা পলাশ ও সাদিয়া লিজা।

আয়োজকদের সূত্রে জানা যায়, লালমনিরহাটসহ এ অঞ্চলের নতুন-পুরোনো বউ ও জামাইরা এ মেলা থেকে মাছ এবং পিঠা কিনে শ্বশুরবাড়িতে নিয়ে যান। শ্বশুরবাড়ির লোকজনও আত্মীয়স্বজনদের নিয়ে মেলায় বেড়াতে আসেন। এ সময় বউ–জামাই মেলায় বিভিন্ন ধরনের সামগ্রী বিক্রি হয়।
এবারের বউ–জামাই মেলা ছিল লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলার মানুষের ভিড়ে জমজমাট। বাড়তি আকর্ষণ ছিল শেষ কয়েক দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী