দ্যা নিউ ভিশন

এপ্রিল ২১, ২০২৫ ০২:০০

বলিউড সিনেমায় ত্যক্ত-বিরক্ত অনুরাগ মুম্বাই ছেড়ে চলে যাচ্ছেন

অনুরাগ কশ্যপ। এএফপি

গত কয়েক বছরে হিন্দি সিনেমা ইন্ডাস্ট্রি নিয়ে নিজের বিরক্তির কথা বলেছেন অনুরাগ কশ্যপ। এ–ও জানিয়েছিলেন, বিদেশে গিয়ে নির্মাতা হিসেবে ক্যারিয়ার গড়ার ভাবনা নেই তাঁর। তবে দ্য হলিউড রিপোর্টার ইন্ডিয়ার সঙ্গে এক সাক্ষাৎকারে এ সময়ের ভারতীয় সিনেমার গুরুত্বপূর্ণ এই নির্মাতা জানালেন, তিনি মুম্বাই ছাড়ছেন। বলিউড নিয়ে রীতিমতো ত্যক্ত-বিরক্ত তিনি।

বর্তমানে চলচ্চিত্রের মানের গুণগত পরিবর্তনের চেয়ে ছবির বাণিজ্যিক দিকে বেশি মনোনিবেশ করা হয়। ছবির কাজ শুরুর আগে স্থির হয়ে যাচ্ছে কীভাবে প্রচার করা হবে, লাভের অঙ্কের পরিমাণ কত হতে পারে ইত্যাদি। বিষয়টি নিয়েই তিনি হতাশ। অনুরাগ এমন জায়গায় ছবি বানাতে চান, যেখানে উদ্দীপনা থাকবে। তাই তিনি দক্ষিণি ইন্ডাস্ট্রিতে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী