দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ১০:১৩

নতুন গান প্রকাশের দিনে জানা গেল নিরবের চিরকুট ছাড়ার খবর

চিরকুট ব্যান্ডের সদস্যরা

নতুন গান প্রকাশ করেছে ব্যান্ড চিরকুট। আজ সোমবার দুপুরে ব্যান্ডের ফেসবুক পেজে থেকে এই গান প্রকাশের ঘোষণা এসেছে। ‘জানা হলো না’ শিরোনামের গান প্রকাশের দিনে জানা গেল, দলটির এক সদস্য ব্যান্ড ছেড়েছেন। এখন থেকে কি-বোর্ড আর দেখা যাবে না জাহিদ নিরবকে। প্রথম আলোকে খবরটি নিশ্চিত করেছেন দলটির অন্যতম দুই সদস্য শারমীন সুলতানা সুমী ও পাভেল আরীন।

আজ সোমবার সন্ধ্যায় প্রথম আলোকে সুমী বলেন, ‘নিরব আমাদের সঙ্গে কয়েক বছর ছিল। এখন থেকে আর নেই। তবে ওর জন্য আমাদের শুভকামনা।’ নতুন গান প্রসঙ্গে সুমী বলেন, ‘আমাদের ব্যান্ডের চতুর্থ অ্যালবামের কাজ করছিলাম। এরই ফাঁকে নানা প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে হঠাৎ তৈরি হলো গানটা। মনে হলো শ্রোতাদের সঙ্গে শেয়ার করি।’

২০১৫ সাল থেকে চিরকুট ব্যান্ডের হয়ে বাজাচ্ছেন জাহিদ নিরব। এই ব্যান্ডে কাজ করতে গিয়ে তাঁর পরিচিতি বাড়ে। দীর্ঘ ৯ বছর ধরে বাজালেও ২১ ডিসেম্বর ঢাকার আর্মি স্টেডিয়ামের কনসার্টে চিরকুটের সঙ্গে বাজাতে দেখা যায়নি তাঁকে। এর আগে ১৬ ডিসেম্বর লন্ডনে বিজয় দিবসের কনসার্টেও চিরকুটের সঙ্গে ছিলেন না তিনি।

এর আগে ইমন চৌধুরীর না থাকার খবরটি প্রকাশ্যে আসে। প্রতিষ্ঠার ১৪ বছরের মাথায় ২০১৬ সালের নভেম্বরে চিরকুট ব্যান্ড থেকে বেরিয়ে একক ক্যারিয়ার গড়ায় মনোযোগী হন পিন্টু ঘোষ।

চিরকুট ব্যান্ডের হয়ে এখন যাঁদের মঞ্চে দেখা যায়, শুরুর দিকে তাঁদের একজন ছাড়া আর কেউই ছিলেন না। শারমিন সুলতানা সুমী, শোয়েব ও পারভেজ সাজ্জাদ—এই তিনজন মিলে ২০০২ সালে শুরু করেন চিরকুট। তাঁরা তখন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পথ চলতে চলতে এরপর অনেকে চলে যান, আবার অনেকে যুক্ত হন। এই আসা-যাওয়ার মধ্যে একজনই এখনো দলটা আগলে রেখেছেন, তিনি সুমী, চিরকুট ব্যান্ডের প্রতিষ্ঠাতা সদস্য। কেন এই যাওয়া-আসা, জানতে চাইলে সুমী বলেন, ‘জীবন অথবা একটা ব‍্যান্ডে সবার আদর্শ এবং উদ্দেশ‍্য এক হয় না। সময়ের সঙ্গে সঙ্গে তা প্রকাশিত হয়। আর সময়ই তখন ঠিক করে দেয়, কার সঙ্গে যাত্রাটা কতটুকু হবে। চিরকুট সেই দীর্ঘ যাত্রায় সম্মানের সঙ্গে এখানে আসা-থাকা-‍যাওয়া সবার অবদান শুভকামনার সঙ্গে স্বীকার করেছে, ভবিষ‍্যতেও করবে।’

এদিকে ব্যান্ড সদস্যের না থাকার খবরের মধ্যে নতুন গান প্রকাশ পেয়েছে চিরকুটের। আজ দুপুরে দলটির ফেসবুক পেজে প্রকাশিত হয় ‘জানা হলো না’ শিরোনামের গান। কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন শারমিন সুলতানা সুমী। মিউজিক ও সাউন্ড প্রডিউসার হিসেবে আছেন পাভেল আরীন।

চিরকুট ব্যান্ডের বর্তমান লাইনআপ—শারমীন সুলতানা সুমী (কথা, সুর ও কণ্ঠ), পাভেল আরীন (ড্রামার, মিউজিক ও সাউন্ড প্রডিউসার), দিব্য (লিড গিটার), শুভ্র (রিদম), ইশমাম (বেজ গিটার), প্রান্ত (সেতার, মেন্ডোলিন, গিটার), ইয়ার হোসেন (হারমোনিয়াম ও কি–বোর্ড)।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী