দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ১৫:২৩

থ্রিলারের ভক্ত হলে সিরিজটি আপনাকে দেখতেই হবে

‘দ্য ডে অব দ্য জ্যাকেল’–এ এডি রেডমেইন। আইএমডিবি

সোনালি চুলের এক ইংরেজ। ক্ষুরধার চাহনি, নির্ভুল নিশানা। দূরপাল্লার স্নাইপার শটে তার দক্ষতা বিশেষজ্ঞদেরও বিস্মিত করে। পেশায় ভাড়াটে খুনি; নিজের কাজে বিশ্বসেরা। কেউ তার আসল নাম জানে না। পরিবারের সদস্য বা খোদ নিয়োগকর্তাও না। পৃথিবীর বড় বড় সিক্রেট সার্ভিসের কাছেও সে অজ্ঞাত।

একনজরে
সিরিজ: ‘দ্য ডে অব দ্য জ্যাকেল’
অভিনয়ে: এডি রেডমেইন, লাশানা লিঞ্চ, উরসুলা কর্বাতু
ধরন: স্পাই-থ্রিলার
নির্মাণ: রোনান বেনেট
পর্ব সংখ্যা: ১০
স্ট্রিমিং: জিও সিনেমা

সে একা কাজ করে। বড় অঙ্কের অর্থের বিনিময়ে প্রভাবশালীদের খুন করতে তার জুড়ি নেই। নিরাপত্তা যত নিশ্ছিদ্র হোক, রহস্যময় এই আততায়ীর কাছে কিছুই অসম্ভব নয়। নিজের ছদ্মনাম সে নিজেই বেছে নিয়েছে—‘জ্যাকেল’। অন্যদিকে আছেন ব্রিটিশ সিক্রেট সার্ভিস এমআই৬-এর গোয়েন্দা বিয়াঙ্কা।

জ্যাকেলকে ধরতে মরিয়া সে, বারবার কাছে পেয়েও ফসকে যায়। শেষ পর্যন্ত জ্যাকেল কি ধরাছোঁয়ার বাইরেই থেকে যাবে? এই ইঁদুর-দৌড় খেলায় শেষ পর্যন্ত জিতবে কে? এমন গল্প নিয়ে টান টান স্পাই থ্রিলার সিরিজ ‘দ্য ডে অব দ্য জ্যাকেল’।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী