দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ২১:১৪

আল্লু অর্জুনের বাসায় ভাঙচুর, বাচ্চারা বাসা ছাড়ল, গ্রেপ্তার ৮

দক্ষিণি তারকা আল্লু অর্জুনের হায়দরাবাদের জুবিলি হিলসের বাংলোয় ভাঙচুর করেছে একদল দুষ্কৃতকারী। কোলাজ

গতকাল রোববার দক্ষিণি তারকা আল্লু অর্জুনের হায়দরাবাদের জুবিলি হিলসের বাংলোয় ভাঙচুর করেছে একদল দুষ্কৃতকারী। সন্ধ্যা থিয়েটারে রেবতী নামের এক নারীর মৃত্যুর বিচার চাইতে এ হামলা চালিয়েছে তারা। এ ঘটনার পর আল্লু অর্জুনের ছেলে–মেয়ে আল্লু অয়ান ও আল্লু অরহাকে তাদের দাদার বাসায় পাঠানো হয়েছে। সন্তানদের সুরক্ষার কারণে তাদের নিরাপদ স্থানে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন আল্লু অর্জুন।

আল্লু অর্জুনের বাসায় হামলাকারীদের শনাক্ত করেছে হায়দরাবাদ পুলিশ। তাদের ভাষ্য, ওসমানিয়া বিশ্ববিদ্যালয়ের যৌথ অ্যাকশন কমিটির (জেএসি) আট সদস্য জোরপূর্বক আল্লু অর্জুনের বাসায় ঢুকে সম্পত্তি নষ্ট করেছে। পুলিশ এই আটজনকে গ্রেপ্তার করে জুবিলি হিলস থানায় রেখেছে। এর মধ্যে ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এক ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীরা আল্লু অর্জুনের বাংলোর ভেতর ঢুকে তাঁর সম্পত্তি নষ্ট করেছে। বাড়ির ভেতরের ফুলের টব ভাঙচুর করেছে। এই দক্ষিণি তারকার বাসা লক্ষ্য করে আক্রমণকারীরা টমেটো ছুঁড়েছে। আল্লু অর্জুনের বিরুদ্ধে তারা নানান স্লোগান দিয়েছে। এই প্যান ইন্ডিয়া তারকার বাংলোর নিরাপত্তারক্ষীরা হামলাকারীদের বাধা দিতে গেলে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়েছিল। পুলিশ জানিয়েছে, আল্লু সেই সময় বাসায় ছিলেন না।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী