দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ১৫:৪৬

আওয়ামীপন্থী শিল্পীদের ফাঁস হওয়া কথোপকথন নিয়ে সাদিয়া আয়মানের অসন্তোষ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় কয়েকজন আওয়ামী লীগ নেতা এবং দলটির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কিছু শিল্পীর কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

 

‘আলো আসবেই’ নামের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে এই নেতা ও শিল্পীরা আন্দোলনের বিরুদ্ধে সক্রিয় ছিলেন। আজ মঙ্গলবার দুপুরে গ্রুপের কিছু স্ক্রিনশট প্রকাশ্যে আসার পর ব্যাপক সমালোচনা শুরু হয়। গ্রুপে যাঁদের নিয়ে বিভিন্ন ধরনের মন্তব্য করা হয়েছে, তাঁদের মধ্যে অন্যতম অভিনেত্রী সাদিয়া আয়মান। অভিনেতা মিলন ভট্টাচার্য সাদিয়ার একটি স্ট্যাটাসের স্ক্রিনশট ‘আলো আসবেই’ গ্রুপে শেয়ার করেন। ফাঁস হওয়া চ্যাটে মিলন সাদিয়াকে ‘তথাকথিত জনপ্রিয় অভিনেত্রী’ হিসেবে উল্লেখ করেন, যা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকেই ক্ষোভ প্রকাশ করেন।

 

এরপর, গতকাল রাতে সাদিয়া আয়মান নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ে একটি স্ট্যাটাস দেন। মিলন ভট্টাচার্যকে ট্যাগ করে তিনি লিখেছেন, ‘আপনাকে ধন্যবাদ দাদা, শিল্পী নামের শয়তান বেশধারীদের কাছে আমার মতো “এই সময়ের তথাকথিত জনপ্রিয় অভিনেত্রী”কে চিনিয়েছেন, যে ভুলকে ভুল বলতে জানে, সত্যকে সত্য বলতে জানে। গ্রুপের নাম দিয়েছেন “আলো আসবেই,” তা বেশ ভালো, তবে আপনারা কি জানেন, আপনাদের নিজেদের জীবনে এবং মস্তিষ্কে সত্যিকারের আলোর কতটা প্রয়োজন?’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী