দ্যা নিউ ভিশন

এপ্রিল ১০, ২০২৫ ১৯:০০

এবার জুরির দায়িত্বে বাঁধন

অভিনেত্রী আজমেরী হক বাঁধন

২৩তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি হিসেবে দায়িত্ব পালন করবেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ‘রেহানা’খ্যাত এই অভিনেত্রীকে দেখা যাবে উৎসবের ওমেন ফিল্মমেকার বিভাগে জুরির দায়িত্ব পালন করতে। এ তথ্য বাঁধন নিজেই জানিয়েছেন। এ ছাড়া উৎসবের অফিশিয়াল সাইটেও এ তথ্য প্রকাশ করা হয়েছে।

জুরি হিসেবে দায়িত্ব পালনের প্রতিক্রিয়ায় বাঁধন বলেন, ‘এটা আমার জন্য অনেক সম্মানের। ভীষণ ভালো লাগছে। দেশের কোনো উৎসবে প্রথমবার জুরি হিসেবে থাকতে পারছি। এর আগে আমি অভিনেত্রী হিসেবে কান চলচ্চিত্র উৎসবে গিয়েছি। এ ছাড়া আরও বড় কয়েকটি উৎসবে যাওয়ার সুযোগ হয়েছে। অনলাইনে জুরির কাজ করেছি। সেখানে নানা রকম সিনেমা দেখেছি, নানা রকম অভিজ্ঞতা হয়েছে। সেই অভিজ্ঞতা কাজে লাগাতে চাই।’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী