দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৫, ২০২৪ ০৩:৩৩

কোরিয়ান অভিনেতাকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

দক্ষিণ কোরিয়ার অভিনেতা ইয়ো আ-ইনকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। মাদক সেবনের মামলায় দোষী সাব্যস্ত হওয়ার পর গতকাল এ রায় দেওয়া হয়। দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ এই খবরটি প্রকাশ করেছে।

 

৩৭ বছর বয়সী এই অভিনেতা জনপ্রিয় সিনেমা এবং টিভি সিরিজে অভিনয় করেছেন, যার মধ্যে রয়েছে ‘পাঞ্চ’, ‘সিক্রেট অ্যাফেয়ার’, ‘ভেটেরান’, ‘দ্য থ্রোন’, ‘বার্নিং’, ‘অ্যালাইভ’, এবং ‘ভয়েস অব সাইলেন্স’। এছাড়া তিনি একাধিক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে সেরা অভিনেতার পুরস্কারও জিতেছেন।

 

ইয়ো আ-ইনের বিরুদ্ধে ২০২০ থেকে ২০২২ সালের মধ্যে ১৮১ বার চেতনানাশক প্রপোফল ব্যবহারের অভিযোগ আনা হয়। প্রসিকিউশন চার বছরের কারাদণ্ডের আরজি জানালেও, সিউল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট তাঁকে এক বছরের কারাদণ্ড দেন।

 

ইয়োনহাপ নিউজ টিভির খবরে বলা হয়েছে, আদালত জানিয়েছেন যে মাদক ব্যবহার এবং ক্রয়ের জন্য ইয়ো আ-ইনকে দোষী সাব্যস্ত করা হয়েছে। এ ছাড়া, প্রপোফল সরবরাহকারী চিকিৎসককে ৩০ হাজার ডলার জরিমানা করা হয়েছে। আদালতে নিজের দোষ স্বীকার করে ক্ষমা চেয়েছেন ইয়ো আ-ইন।

 

মাদককাণ্ডে কোনো অভিনেতার কারাদণ্ডের ঘটনা দক্ষিণ কোরিয়ায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। এর আগে কে-পপ তারকা জি-ড্রাগনের বিরুদ্ধেও এমন অভিযোগ আনা হয়েছিল, তবে উপযুক্ত প্রমাণের অভাবে মামলাটি খারিজ হয়ে যায়। এছাড়া, গত বছর ‘প্যারাসাইট’খ্যাত অভিনেতা লি সান-কিউনও মাদক গ্রহণের অভিযোগে অভিযুক্ত হন এবং পরবর্তীতে আত্মহত্যা করেন, যা নিয়ে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে সমালোচনা হয়েছিল।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ঝলমলে আইপিএল নিলামের অন্য রূপ: কালো তালিকা, রাতারাতি কোটিপতি আর ক্ষমতা প্রদর্শন

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ললিত মোদি। ভারতীয় ক্রিকেট