‘চুনি পান্না’, ‘এই পথ যদি না শেষ হয়’ এবং ‘সন্ধ্যাতারা’ ধারাবাহিকের মাধ্যমে টিভি পর্দায় জনপ্রিয়তা অর্জন করেছেন অন্বেষা হাজরা। স্টার জলসার ‘সন্ধ্যাতারা’ শেষ হয় গত মার্চে। এরপর অন্বেষা কিছুদিন ছোট পর্দা থেকে বিরতি নিয়ে মনোযোগ দেন সিনেমায়। অভিনয় করেছেন মানসী সিনহার ‘পাঁচ নম্বর স্বপ্নময় লেন’ সিনেমায়। তবে আবারও তিনি ফিরছেন ছোট পর্দায়, নিজের পরিচিত জগতে। বর্তমানে তিনি শুটিং করছেন জি বাংলার নতুন ধারাবাহিক ‘আনন্দী’র। এতে তিনি আনন্দী ঘোষ নামের একজন নার্সের চরিত্রে অভিনয় করছেন।
‘এই পথ যদি না শেষ হয়’ ধারাবাহিকে অন্বেষা হাজরা এবং ঋত্বিক মুখোপাধ্যায়ের জুটি জনপ্রিয় হয়েছিল। এবার ‘আনন্দী’র মাধ্যমে তারা আবার একসঙ্গে পর্দায় আসছেন। এই ধারাবাহিকে ঋত্বিক একজন চিকিৎসকের ভূমিকায় রয়েছেন। তার বাড়িতে একজন নার্সের প্রয়োজন হয়, কিন্তু নার্সিং স্কুলের কেউই সেখানে যেতে চায় না, কেবলমাত্র আনন্দী রাজি হয়। আনন্দী সেই বাড়িতে গিয়ে ভালোবাসা এবং যত্ন দিয়ে ঋত্বিকের ঠাম্মিকে সুস্থ করে তোলে। সম্প্রতি জি বাংলা ‘আনন্দী’র ট্রেলার প্রকাশ করেছে, যেখানে এই গল্প তুলে ধরা হয়েছে।
ধারাবাহিকটি নিয়ে অন্বেষা বলেন, “আনন্দী জীবনকে বড় করে দেখতে চায়। ‘জিন্দেগি লম্বি নেহি বড়ি হোনি চাহিয়ে’—এই সংলাপটি ওর জীবনের সঙ্গে মিলে যায়। আজ আছি কাল নেই, এটাই তো দুনিয়ার নিয়ম। যে কটা দিন আছি, হেসে-খেলে, সুন্দরভাবে বাঁচব। প্রত্যেকের জীবনেই সমস্যা থাকে, কিন্তু তা কাটিয়ে উঠে যতটা ভালো থাকা যায়, সেটাই আনন্দীর লক্ষ্য।”
টালিগঞ্জের এনটি ওয়ান স্টুডিওতে গত ২২ আগস্ট থেকে ‘আনন্দী’র শুটিং চলছে। নীলাঞ্জনা সেনগুপ্তের নতুন প্রযোজনা প্রতিষ্ঠানের ব্যানারে নির্মিত এ ধারাবাহিকটি শিগগিরই জি বাংলায় প্রচারিত হবে।