দ্যা নিউ ভিশন

এপ্রিল ১০, ২০২৫ ০৯:৪৫

অপূর্ব, ফারিণ, পাভেলরা এখন কেমন আছেন, কী হয়েছিল

ফারিণ, অপূর্ব ও পাভেল। ছবি: ফেসবুক থেকে

গতকাল ‘হাউ সুইট’ ওয়েব ফিল্মের শুটিং চলছিল। শুটিংয়ে স্কুটি চালানোর একটি দৃশ্যধারণের সময় হঠাৎই দুর্ঘটনা ঘটে। বন্ধ হয়ে যায় শুটিং। কাজ ফেলে শুটিং ইউনিটকে ছুটতে হয় হাসপাতালে। গতকাল শুক্রবার ওয়েব ফিল্মের পরিচালক কাজল আরেফিন অমি ফেসবুক স্ট্যাটাসে দুঃখের সঙ্গে তিন অভিনয়শিল্পীর আহত হওয়ার কথা জানান। আহত এই অভিনয়শিল্পীরা এখন কেমন আছেন?

আজ শনিবার খবর নিয়ে জানা যায়, জিয়াউল ফারুক অপূর্ব গতকাল শুটিংয়ের সময় স্কুটি চালাতে গিয়ে পড়ে গিয়ে আহত হন। তিনি হাতে ব্যথা পান। পরে হাসপাতালে নিয়ে আসার পর জানা যায়, হাড়ে কোনো ক্ষতি হয়নি এই অভিনয়শিল্পীর। কিছু পরীক্ষা–নিরীক্ষা করা হয়। পরে বিশ্রাম শেষে গতকালই তিনি বাসায় চলে যান।

হাতে ও পায়ে আঘাত পান অভিনেত্রী তাসনিয়া ফারিণ। তাঁর হাত ও পায়ের কিছু অংশ কেটে যায়। তবে দ্রুত হাসপাতালে নিয়ে আসায় ও চিকিৎসকের পরামর্শে তিনিও বর্তমানে সুস্থ। তবে বিশ্রাম নিতে হবে। গতকালই বাসায় ফিরেছেন জানালেন আহত আরেক অভিনেতা সাইদুল রহমান পাভেল। তিনি পাভেল নামেই পরিচিত।

কী হয়েছিল
দুর্ঘটনা নিয়ে যা বললেন পরিচালক দুর্ঘটনা সম্পর্কে পরিচালক কাজল আরেফিন প্রথম আলোকে বললেন, আমরা ঢাকার পাশে জিন্দা পার্কে শুটিং করছিলাম। একটি দৃশ্য ছিল এমন, বাজারের মধ্যে স্কুটিতে করে আসবেন অপূর্ব ভাই, ফারিণ ও পাভেল। একটা নির্দিষ্ট মার্ক দেওয়া ছিল, যেখানে এসে স্কুটি থামবে। কথা ছিল, ফারিণ স্কুটি চালাবে, অপূর্ব ভাই ও পাভেল পেছনে বসা থাকবেন। কিন্তু ফারিণ স্কুটি চালাতে না পারায়, দায়িত্ব পড়ে পাভেলের। সে নিয়মিত স্কুটি চালায়ও। তাই দৃশ্য অনুযায়ী পাভেল চালাবে, পেছনে বসা ছিলেন ফারিণ ও অপূর্ব ভাই। মাটির রাস্তাটায় বালু বালু ছিল। স্কুটি একটা জায়গায় এসে ব্রেক করার কথা। পাভেল ব্রেকও করেছিল। নামার সময় পা পিছলে পড়ে যায়। অপূর্ব ভাই ভারসাম্য বজায় রেখে দাঁড়িয়ে গেলেও পাভেল আর ফারিণ পারেনি। দুজনের আঘাত পরিমাণে বেশি হলেও অপূর্ব ভাই শুধু কবজিতে আঘাত পায়।’

গতকাল পরিচালক কাজল আরেফিনের ফেসবুক স্ট্যাটাসের সূত্রে জানা যায়, দুর্ঘটনার সময়ে পাভেল রহমান সবচেয়ে বেশি আঘাত পেয়েছেন। আজ পাভেলের সঙ্গে কথা বলে জানা যায়, তাঁর অবস্থা গুরুতর ছিল। সবচেয়ে বেশি আঘাত পেয়েছিলেন তিনি। বর্তমানে অনেকটাই সুস্থ, তবে এখনো বুকে ব্যথা রয়েছে।

পাভেল জানালেন, কথা বলতে কষ্ট হচ্ছে। তিনি বলেন, ‘পড়ে গিয়ে যে ব্যথাটা পায়, সেটা পেয়েছি। সমস্যা হচ্ছে, ব্যথাটা বুকে লেগেছে আমার। আমি এখনো ঠিকভাবে কথা বলতে পারছি না। কথা বলতে গিয়ে কষ্ট হচ্ছে। এর বাইরে আর কোনো সমস্যা নাই। এখনো আমি হাসপাতালে আছি। আজ হয়তো রিলিজ নিব। চিকিৎসকেরা বলে দিয়েছেন, বাসায় গিয়ে কয়েক দিন বিশ্রাম নিতে হবে।’

গতকাল থেকে দুর্ঘটনায় আক্রান্ত শিল্পীদের পাশে সারাক্ষণ ছিলেন পরিচালক কাজল আরেফিন।

তিনি গতকাল আহত ব্যক্তিদের জন্য ভক্তদের কাছে সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়া চেয়েছেন। তিনি ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, ‘আমরা অনেক কষ্ট করে একটা সুন্দর কাজ বানাই, এই কাজটার জন্য আমরা কত কষ্ট করেছি, আর করছি, সেটা আপনারা কাজটা দেখলে বুঝতে পারবেন।’

তিনি আরও লিখেছেন, ‘আমি সত্যিই কৃতজ্ঞ আমার টিমের সকলের প্রতি, যাঁরা আমার ওপর আস্থা রেখে নিজের সবটুকু দিয়ে চেষ্টা করছেন একটি সুন্দর কাজ দর্শকদের উপহার দিতে। হাসপাতালের বেডে শুয়েও আমার আর্টিস্টরা ভাবছে, কীভাবে বাকি কাজগুলো সুন্দর করে শেষ করা যাবে! প্রতিটা ডিপার্টমেন্টের সবাইকে অনেক অনেক ভালোবাসা।’

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী