দ্যা নিউ ভিশন

এপ্রিল ১২, ২০২৫ ০৬:৫৮

২ মাস ধরে বানানো মেহজাবীনের শাড়িটির দাম কত?

সাজের ক্ষেত্রে মেহজাবীনের পছন্দই প্রাধান্য পেয়েছে

এই মুহূর্তে আলোচনায় আছে মেহজাবীন চৌধুরীর পরা লাল শাড়িটি। সৌদি আরবের জেদ্দায় চলমান চতুর্থ রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের লালগাচিলায় এই শাড়ি পরে তাক লাগিয়ে দিয়েছেন অভিনেত্রী। ‘সাবা’ সিনেমা নিয়ে সেখানে আমন্ত্রিত অতিথি তিনি। ছবি দেখতে দেখতে জেনে নেওয়া যাক বিস্তারিত।

প্রায় দুই মাস আগে বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার সাফিয়া সাথী শাড়িটি লাল রঙে ডাই করেন। মেহজাবীন চৌধুরী তখন ছিলেন তাঁর দ্বিতীয় চলচ্চিত্র ‘প্রিয় মালতী’ নিয়ে কায়রো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। সেখান থেকে যোগাযোগ করেন সাফিয়া সাথীর সঙ্গে।

মেহজাবীন জানান, তিনি রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেশি কাপড়ে তৈরি করা একটা লাল শাড়ি পরতে চান। সাফিয়া বলেন, ‘মেহজাবীন শাড়ি স্বাভাবিকভাবেই পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন, গাউন বা ধুতির ধাঁচে নয়।’

সাফিয়া জানান, ইতিমধ্যে তিনি শাড়িটি নিয়ে শতাধিক বার্তা পেয়েছেন। অনেকেই প্রশংসা করেছেন, কেউ কেউ চেয়েছেন ২৫ হাজার ৯০০ টাকা দামের শাড়িটি সংগ্রহ করতে।

মসলিন কাপড়ের ওপর মরোক্কান মোটিফ ফুটিয়ে তুলেছেন সাফিয়া সাথী। প্রথমে থ্রেডওয়ার্ক করে তারপর জারদৌসি, চুমকি আর বিডসের কাজ করিয়েছেন। প্রায় ২ মাস ধরে তৈরি করেছেন শাড়িটি।

শাড়ির সঙ্গে ব্লাউজও বানিয়েছেন সাফিয়া। তবে এ ক্ষেত্রেও মেহজাবীনের পছন্দকে প্রাধান্য দিয়েছেন। সাধারণ নকশার ব্লাউজই পরতে চেয়েছেন, সেভাবেই বানানো হয়েছে। কানে পাথরের টপ, লাল লিপস্টিক, কপালের মাঝখানে ছোট্ট একটা টিপ, হালকা মেকআপ আর হাতে ছিল রুপালি ক্লাচ।

রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জমকালো একটি গাঢ় নীল শাড়িতেও দেখা দিয়েছেন মেহজাবীন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী