দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ০৮:০০

‘অঞ্জনা’ নিয়ে ফিরছেন মনির খান

মনির খান

সংগীতজীবনের জনপ্রিয় গান ‘অঞ্জনা’ যেন মনির খানের ট্রেডমার্ক হয়ে আছে। এই গায়কের অনেক অ্যালবামে ‘অঞ্জনা’ সিরিজের গানটি ঘুরেফিরে এসেছে। তিন দশক হতে চলেছে ‘অঞ্জনা’ সিরিজের প্রথম গান প্রকাশের। এই দীর্ঘ সংগীতজীবনে মনির খান ‘অঞ্জনা’ শিরোনামে একাধিক গান গেয়েছেন। সেই গানগুলো জনপ্রিয়তাও পেয়েছে। বিরহের এসব গান দর্শকেরা এখনো পছন্দ করেন। আগামী বছরের প্রথম দিনে ‘অঞ্জনা’ সিরিজের নতুন গান প্রকাশ করবেন বলে জানালেন গানটির গীতিকার ও সুরকার মিল্টন খন্দকার।

আজ মঙ্গলবার দুপুরে মিল্টন খন্দকার প্রথম আলোকে বলেন, ‘গত কয়েক বছর ধরে বছরের প্রথম দিন “অঞ্জনা” সিরিজের গানটি প্রকাশ করছি। সেই ধারাবাহিকতায় এবারও “অঞ্জনা” সিরিজের গান ছাড়া হবে। এর মধ্যে একদিন মনির খান কণ্ঠ দেবে। তারপর আমরা গানটি প্রকাশের জন্য প্রস্তুত করব।’

‘অঞ্জনা’ সিরিজের প্রথম গানটি প্রকাশিত হয় ১৯৯৬ সালে, মনির খানের প্রথম অ্যালবাম ‘তোমার কোনো দোষ নেই’তে। সেই অ্যালবামে ‘অঞ্জনা’ গানটি ব্যাপক সাফল্য পায়। এর পর থেকে সিরিজ আকারে একের পর এক ‘অঞ্জনা’ শিরোনামে গান করেছেন মনির খান।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী