নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে বরাবরই সোচ্চার সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। গতকাল রোববার ঢাকার অলিয়ঁস ফ্রঁসেজে আয়োজিত ‘মুখ খোলো, আওয়াজ তোলো’ শীর্ষক আয়োজনে গাইলেন তিনি।
নেদারল্যান্ডস দূতাবাসের উদ্যোগে এই আয়োজনে আরও গেয়েছে বাংলা ফাইভ, অ্যাশেজ ও এফ মাইনর ব্যান্ড; ওয়ারদা আশরাফ ও সভ্যতা।
ফারজানা ওয়াহিদ সায়ান আজ প্রথম আলোকে বলেন, ‘এফ মাইনরের পিংকি চিরান আমার সঙ্গে যোগাযোগ করেছিল। এটি আমার প্রাণের কাজ। কোনো কিছু চিন্তা না করেই সংহতি জানিয়েছি। খুব ভালো আয়োজন ছিল।’
তাঁর ভাষ্যে, ‘নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে আমাদের সোচ্চার হওয়া জরুরি। নিপীড়কদের সামাজিকভাবে কোণঠাসা করে রাখা দরকার।’
এর আগে বক্তব্য দিয়েছেন নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি অ্যাম্বাসেডর থিজ উডস্ট্রা। তিনি বলেন, নারীর প্রতি সহিংসতা বন্ধে তাঁদের দূতাবাস সব সময় এই প্রচেষ্টার পাশে রয়েছে।
নারীর প্রতি লিঙ্গভিত্তিক সহিংসতার বিরুদ্ধে ১৬ দিনব্যাপী প্রচারণার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয় গতকাল। অলিয়ঁস ফ্রঁসেজ ঢাকার পরিচালক ফ্রাঁসোয়া গ্রোসজিন অনুষ্ঠানে উদ্বোধনী বক্তব্য দেন।
নারীর প্রতি সহিংসতা প্রতি বছর বিশ্বজুড়ে ‘সিক্সটিন ডেজ অব অ্যাক্টিভিজম’ শীর্ষক ক্যাম্পেইন হয়। গত ২৬ নভেম্বর থেকে সামাজিক মাধ্যমে ‘মুখ খোলো, আওয়াজ তোলো’ শীর্ষক প্রচারণা শুরু করে এফ মাইনর। পরে নেদারল্যান্ডস দূতাবাসের উদ্যোগে ইভেন্টটির আয়োজন করা হয়।
আয়োজনের জন্য ‘বাংলার মেয়েরা’ থিম সং করেছে এফ মাইনর। গানের কথা লিখেছেন নাভিরা আফতাবি বিনতে ইসলাম ও সুর করেছেন ধর্মরাজ তঞ্চঙ্গ্যা।
এই আয়োজনে এফ মাইনরের সঙ্গে মাশা ইসলাম, এসেইসসহ বিভিন্ন পেশার নারীরারা অংশ নেন। সামাজিক মাধ্যমে নারীর পাশাপাশি পুরুষেরাও অংশ নেন।