দ্যা নিউ ভিশন

এপ্রিল ১৮, ২০২৫ ১৪:২১

আওয়ামী দুঃশাসনের এক্স-রে রিপোর্ট ‘৮৪০’, বললেন ফারুকী

‘৮৪০’ ওরফে ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’–এর একটি দৃশ্যে

১৭ বছর আগে ২০০৭ সালে মোস্তফা সরয়ার ফারুকী বানিয়েছিলেন ধারাবাহিক নাটক ‘৪২০’। এ নাটকের মাধ্যমে ছোট পরিসরে বাংলাদেশের রাজনীতির উত্থান-পতনের গল্প বলার চেষ্টা করে তিনি। ওই সময় বানানো ফারুকীর সেই নাটক চ্যানেল আইয়ে প্রচারের পর জনপ্রিয়তা পায়। ২০২৪ সালে এসে ‘৮৪০’ ওরফে ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড’ বানালেন এই পরিচালক। নির্মাতার ভাষায়, এটি ‘৪২০’-এর ডাবল আপ ‘৮৪০’। ফেসবুক পোস্টের ক্যাপশনে পরিচালক ও সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, ‘ডেমোক্রেসি প্রাইভেট লিমিটেড। এখন মুক্তি পাচ্ছে সিনেমা হলে, এরপর পর্যায়ক্রমে টেলিভিশন ও ওটিটিতে মুক্তি পাবে।’ গত শুক্রবার ট্রেলার প্রকাশের পর এমনটাই জানান নির্মাতা।

১৩ ডিসেম্বর ঢাকাসহ সারা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘৮৪০’। পাশাপাশি দেশের বাইরের প্রেক্ষাগৃহেও মুক্তির পরিকল্পনা চলছে বলে গতকাল রোববার সন্ধ্যায় প্রথম আলোকে জানিয়েছেন প্রযোজক নুসরাত ইমরোজ তিশা।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী