দ্যা নিউ ভিশন

এপ্রিল ৩, ২০২৫ ১০:৪০

রিয়াকে জেলজীবন পুরোপুরি বদলে দিয়েছে

২০২০ সালের ১৪ জুন, সুশান্ত সিং রাজপুতের রহস্যজনক মৃত্যু পুরো ভারতীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রি এবং বলিউডকে স্তব্ধ করে দিয়েছিল। সুশান্তের প্রেমিকা, অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে মাদক সংক্রান্ত মামলায় গ্রেপ্তার করা হয় এবং তাকে দীর্ঘ সময় জেলে কাটাতে হয়।

 

সম্প্রতি, ‘হিউম্যানস অব বম্বে’ ইউটিউব চ্যানেলের একটি পডকাস্ট শোতে কারিশমা মেহতার সঙ্গে কথা বলতে গিয়ে রিয়া চক্রবর্তী সেই জেলজীবনের অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন, জেলে কাটানো প্রতিটি দিন ছিল অত্যন্ত কঠিন। সেখানে সমাজের কোনো ধারণা নেই, সবাই একেকটি সংখ্যা মাত্র। প্রতিটি মুহূর্তে বেঁচে থাকার জন্য লড়াই করতে হতো।

 

রিয়া বলেন, “প্রথম দুই সপ্তাহ ছিল সবচেয়ে কঠিন। মানুষ বিশ্বাস করতে পারছিল না যে আমার সঙ্গে এমনটা ঘটেছে। বিষয়টি আত্মস্থ করতে সময় লেগেছিল। আমি পুরোপুরি মানসিক অবসাদে ভুগছিলাম। মনে হতো যেন অন্ধকারে ডুবে যাচ্ছি। যদিও আমি সাধারণভাবে খুব পজিটিভ, তবে সেখানে গিয়ে আমি পুরোপুরি বদলে গেছি।”

 

তিনি আরও জানান, জেলে থাকাকালীন তিনি সেখানকার নারীদের নাচ, যোগব্যায়াম, এবং কবিতা পাঠ শেখাতেন। যা কিছু জানতেন, তা তিনি বাকিদের সাথে শেয়ার করতেন।

 

অতএব, এত খারাপের মধ্যেও রিয়া ভালোটাকেও খুঁজে পেয়েছেন। জেলজীবন তাকে নতুন করে বাঁচতে শিখিয়েছে এবং সাহস জুগিয়েছে। তিনি বলেন, “জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করতে সময় লেগেছে। আমি এখন শক্তি অর্জন করতে পেরেছি। এই ভয়ংকর অধ্যায় পেরিয়ে এসে মনে হচ্ছে, আবার নতুন করে সূর্যোদয়ের পালা এসেছে।”

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী