দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ১৫:২২

আমার মতো কষ্ট কোনো নায়িকা করেনি: চিত্রনায়িকা মুনমুন

মুনমুন

ছোটবেলায় ওজন নিয়ে স্কুলে বুলিংয়ের শিকার হয়েছেন মুনমুন। গান ও নাচ শিখতেন। সেসব নিয়েও সহপাঠীদের কেউ কেউ তির্যক মন্তব্য করতেন। একসময় সহপাঠীদের মন্তব্যে অতিষ্ঠ হয়ে পড়েন, ঠিক করেন কিছু করে বন্ধুদের জবাব দেবেন। নায়িকা হওয়ার ইচ্ছা হয়। এই ইচ্ছার কথা বন্ধুরা শুনে আরও হাসাহাসি করতেন। একসময় জেদের বশেই সিনেমার নায়িকা হওয়ার পথে পা বাড়ান মুনমুন। কিন্তু পথটা তাঁর জন্য মসৃণ ছিল না।

মুনমুনদের পরিবার ছিল সংস্কৃতিমনা। নাচ, গান, সিনেমা দেখা ও সিনেমা নিয়ে আলোচনা হওয়া, এমন পরিবেশে বেড়ে ওঠার কারণেই নায়িকা হওয়ার ইচ্ছাটা ছিল। অভিনয় নিয়ে পরিবারেরও কোনো বাধা ছিল না। তবে জানতেন, নায়িকা হওয়া সহজ কথা নয়। এমন হাজারো মেয়ে ঘুরছে নায়িকা হওয়ার জন্য। তাই খোঁজখবর নিয়ে জানতে পারেন পরিচালক এহতেশামের কথা। তিনি নতুনদের নিয়ে বেশি সিনেমা বানান। এ ছাড়া সেই সময়ে নতুনদের নিয়ে কাজ করা আরেক পরিচালক ছিলেন সোহানুর রহমান সোহান। কিন্তু তাঁদের সঙ্গে যোগাযোগ তো সহজ কথা নয়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী