দ্যা নিউ ভিশন

এপ্রিল ৩, ২০২৫ ১৬:২৮

মিমি অবাক করেছেন

অভিনয়ে ম্যাজিক দেখানোর পাশাপাশি অনেক দিন ধরেই মিমি চক্রবর্তী নিজেকে এক অনন্য উদাহরণ হিসেবে তুলে ধরেছেন। এবার শীতের মৌসুমে তিনি আরও এক নতুন ম্যাজিক উপস্থাপন করেছেন। নিজের বাগানে কমলালেবু চাষ করে তিনি আবারও সবাইকে অবাক করেছেন। এর আগেও মিমি তার বাগানে জামরুল এবং ফ্ল্যাটের ব্যালকনিতে বিভিন্ন শাক-সবজি ফলিয়ে ভক্তদের তাক লাগিয়ে দিয়েছেন। এবার সেই তালিকায় যোগ হলো কমলালেবু, আর গাছ ভর্তি ফল দেখে অভিনেত্রী একেবারে আনন্দে ভেসে গেলেন। নিজের উচ্ছ্বাস মীমি তার সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন, যেখানে দেখা গেল পুকুরপাড়ের গাছে ঝুলে রয়েছে ঝাঁকে-ঝাঁকে কমলালেবু। কিছুটা পাকা, আবার কিছুটা পাক ধরেনি। শীতকালীন এই ফল ফলানো মোটেই সহজ নয়, তবে মিমি সফল হয়েছেন এতে। পাশাপাশি, তিনি জানান যে, নিজ হাতে রোপণ করেছেন মিষ্টি কুলের গাছও, যদিও এখনো তাতে ফল ধরেনি। তবে তিনি সেই গাছ নিয়েও আশাবাদী।

 

মিমি চক্রবর্তী পরিবেশপ্রেমী হিসেবে পরিচিত। ব্যস্ত শিডিউলেও নিজের দুই পোষা প্রাণী এবং ব্যালকনির ছোট্ট বাগান নিয়ে সময় কাটান। সেখানে বিভিন্ন ফুল-ফল চাষ করেন এবং সে সবের যত্ন নেন। এর আগে কোভিডকালে তার নিজের হাতে রোপণ করা জামরুল গাছ থেকে ফল সংগ্রহের ভিডিও শেয়ার করেছিলেন, আর কখনো বা জলপাইগুড়ির বাড়ির বাগান থেকে কুল সংগ্রহের মুহূর্ত শেয়ার করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তার এসব উদ্যোগ তার ভক্তদের মাঝে নতুন উৎসাহের জন্ম দেয়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী