শুক্রবার থেকে শুরু হয়েছে সামান্থা রুথ প্রভুর প্রাক্তন স্বামী নাগা চৈতন্যের বিয়ের অনুষ্ঠান। এমন সময়ে মুম্বইয়ে ছিলেন সামান্থা। প্রাক্তন স্বামীর বিয়ের উৎসবে ব্যস্ত থাকা অবস্থাতেই দুঃসংবাদ পেলেন অভিনেত্রী। মারা গেছেন তার বাবা, জোসেফ রুথ প্রভু। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে সামান্থা লিখেছেন, “বাবা যত দিন না ফের আমাদের দেখা হয়!”
অন্যদিকে, জীবনের এক সময়ে পরিবারের সঙ্গে সামান্থার সম্পর্কের দূরত্ব বেড়ে গিয়েছিল, তবে পরে নিজেকে প্রতিষ্ঠিত করার পর তিনি পরিবারে আবার কাছাকাছি আসেন। বৃহস্পতিবার রাতে সামান্থাকে মুম্বইয়ের একটি রেস্তরাঁয়ে দেখা যায়, যেখানে তিনি তার সিরিজ ‘সিটাডেল হানি বানি’র সাফল্য উদযাপন করছিলেন। সহ-অভিনেতা বারুণ ধাওয়ানের সঙ্গে নাচতে দেখা যায় তাকে। কিন্তু শুক্রবার বেলা গড়াতেই এই দুঃসংবাদ পান তিনি।
আগে এক সাক্ষাৎকারে বাবার বিষয়ে কথা বলতে গিয়ে সামান্থা বলেছিলেন, তার বাবা কখনও তাকে অতিরিক্ত প্রশংসা করতেন না। পরীক্ষায় প্রথম হলেও তিনি বলেছেন, “এটাই তো স্বাভাবিক, সবাই তাই করে,” তাই কখনো নিজেকে অন্যদের থেকে আলাদা ভাবার সুযোগ পাননি। বাবাই তাকে সব সময় মাটির সঙ্গে জুড়ে থাকতে সাহায্য করেছেন।