দ্যা নিউ ভিশন

এপ্রিল ৪, ২০২৫ ১১:১৭

বিয়ে করেছেন চিত্রনায়িকা কেয়া।

বিয়ে করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা সাবরিনা সুলতানা কেয়া। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) দুই পরিবারের উপস্থিতিতে বিয়ে বন্ধনে আবদ্ধ হন তিনি। পাত্র মোস্তাক কিবরিয়া, যিনি পেশায় ব্যবসায়ী। নতুন জীবনের জন্য দোয়া চেয়ে কেয়া জানান, “হঠাৎ করেই পারিবারিক আয়োজনে আমাদের বিয়ে হয়েছে। মা ও বোন অসুস্থ থাকায় ঘরোয়া পরিবেশে বিয়েটা করতে হয়েছে। তবে পরবর্তীতে বড় আয়োজনে অনুষ্ঠান করার ইচ্ছে আছে।”মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘কঠিন বাস্তব’ সিনেমার মাধ্যমে আমিন খানের সঙ্গে প্রথম অভিনয় করেন কেয়া, এবং সে সময় তার বয়স ছিল মাত্র ১৪ বছর। এরপর টানা অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি, এবং নায়ক মান্না, রুবেল, আমিন খান, রিয়াজ, ফেরদৌস, ও শাকিব খানের মতো জনপ্রিয় নায়কদের বিপরীতে কাজ করেছেন। চলচ্চিত্রে ক্যারিয়ার যখন সাফল্যের শিখরে, তখনই হঠাৎ সিনেমা থেকে বিরতি নেন কেয়া। তবে ২০১৫ সালে ‘ব্লাক মানি’ সিনেমার মাধ্যমে আবার পর্দায় ফিরে আসেন তিনি। বর্তমানে কেয়ার বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায়।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী