প্রায় আট বছর পর ‘লাল গোলাপ’ অনুষ্ঠান নিয়ে আবার টেলিভিশনের পর্দায় ফিরছেন বিশিষ্ট সাংবাদিক, উপস্থাপক এবং ভালোবাসা দিবসের প্রবর্তক শফিক রেহমান। এই অনুষ্ঠানে একটি নির্দিষ্ট বিষয় নিয়ে কয়েকটি অংশ থাকে, যার মধ্যে রয়েছে বিশ্বব্যাপী জনপ্রিয় মুভি ক্লিপ, নেপথ্য বর্ণনা এবং অতিথির সঙ্গে আলোচনা। আবার শুরু হতে যাওয়া ‘লাল গোলাপ’-এ অতিথি হিসেবে ছিলেন ক্যাপ্টেন রেজাউর রহমান, যিনি এ সময় ‘কাজের খোঁজ’ বিষয় নিয়ে আলোচনা করেন।
শফিক রেহমান বলেন, “আমার নামের সঙ্গে একাত্মভাবে জুড়ে আছে ‘লাল গোলাপ’ নামটি। দেশে-বিদেশে বহু দর্শক এর জন্য আকুল। বাংলাভিশনে এর আগেও অনুষ্ঠানটি সম্প্রচারিত হয়েছে, কিন্তু ২০১৬ সালের ১৬ই এপ্রিল বিশেষ কারণে এই অনুষ্ঠানটির সম্প্রচার বন্ধ হয়ে যায়। দীর্ঘ বিরতির পর আবার প্রিয় কাজে ফিরে আসতে পেরে আমি সত্যিই আনন্দিত। আশা করছি, দর্শকরা আগের মতোই তাদের ভালোবাসার ‘লাল গোলাপ’ অনুষ্ঠানের সঙ্গে থাকবেন এবং সপরিবারে এটি উপভোগ করবেন।”
তাহমিনা মুক্তার প্রযোজনায় ‘লাল গোলাপ’ অনুষ্ঠানটি ১লা ডিসেম্বর থেকে বাংলাভিশনে প্রচারিত হবে। প্রতিটি পর্ব রবিবার রাত ১১:৩০ মিনিটে দেখতে পারবেন দর্শকরা।