দ্যা নিউ ভিশন

কাল আমি আমার জন্মস্থান সৈয়দপুরে যাচ্ছি। – বেবী নাজনীন

কিছু দিন আগে দেশে ফিরেছেন দেশের জনপ্রিয় সংগীতশিল্পী বেবী নাজনীন। ফিরেই মানবজমিনের সঙ্গে একান্ত আলাপে তিনি জানান, তিনি রাজনীতিতেও সক্রিয় রয়েছেন এবং গানের পাশাপাশি দেশের রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে প্রস্তুত। এমনকি তিনি সামনে নির্বাচনে প্রার্থী হওয়ারও ইঙ্গিত দেন। তারই ধারাবাহিকতায়, এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ ছাত্র-জনতার রুহের মাগফিরাত কামনা এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সৈয়দপুর উপজেলা বিএনপি আয়োজিত বিশেষ দোয়া মাহফিলে অংশ নিতে সৈয়দপুর যাচ্ছেন তিনি। ৩০ নভেম্বর সকাল ১০টায় ফ্লাইটে তার জন্মস্থান সৈয়দপুরের উদ্দেশ্যে রওনা হবেন।

 

কর্মসূচির অংশ হিসেবে, বেবী নাজনীন প্রথমে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ সাজ্জাদ হোসেনের পরিবারের সঙ্গে সাক্ষাৎ করবেন। এরপর, তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন। বিকালে, সৈয়দপুর উপজেলা বিএনপি’র কার্যালয়ে শহীদ ছাত্র-জনতার রুহের মাগফিরাত এবং বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত থাকবেন। দিনব্যাপী কর্মসূচি শেষে, সন্ধ্যায় তিনি ঢাকায় ফিরে আসবেন।

 

উল্লেখ্য, দীর্ঘ প্রবাস জীবন শেষে ১০ নভেম্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন বেবী নাজনীন। বিএনপি’র রাজনীতির সঙ্গে যুক্ত থাকার কারণে তিনি ১৬ বছর ধরে আওয়ামী শাসনের অধীনে নানা প্রতিহিংসার শিকার হন, যার ফলে তার পেশাগত কাজকর্ম বন্ধ হয়ে যায় এবং প্রায় ৮ বছর আগে দেশ ছাড়তে বাধ্য হন। ৫ আগস্ট ফ্যাসিস্ট আওয়ামী সরকারের পতনের পর দেশে ফিরে আসেন এই জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত তারকা।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

আজকের ভয়াল মুক্তি”

অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর সেন্সর বোর্ড বাতিল হয়ে চালু

মুভমেন্ট ডিজঅর্ডার

আমরা দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজ করতে গিয়ে শরীরের নড়াচড়া সহজভাবে