আজ রাজধানীর আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘ম্যাজিক্যাল নাইট ২.০’ কনসার্ট, যেখানে মঞ্চ মাতাবেন পাকিস্তানের জনপ্রিয় সংগীতশিল্পী আতিফ আসলাম। তিনি গতকাল বিকাল তিনটায় ঢাকায় পৌঁছেছেন এবং কনসার্টে রাত আটটার পর মঞ্চে উঠবেন, এমনটি জানায় আয়োজক প্রতিষ্ঠান ট্রিপল টাইম কমিউনিকেশন। আতিফের গাওয়া ‘ও লামহে ও বাতে’, ‘আদাত’, ‘তেরে বিন’, ‘তু জানে না’ এবং ‘পেহলি দফা’-এর মতো গান বাংলাদেশের শ্রোতাদের মধ্যেও ব্যাপক জনপ্রিয়। পেশাদার সংগীতজীবন শুরু ২০০৩ সালে ব্যান্ড ‘জল’-এর মাধ্যমে, আতিফ আসলাম মূলত উর্দু ভাষায় গান গাইলেও হিন্দি, পাঞ্জাবি, বাংলা সহ বিভিন্ন ভাষায় গান পরিবেশন করেন। কনসার্টে আতিফ ছাড়াও পারফর্ম করবেন পাকিস্তানি তরুণ শিল্পী আবদুল হান্নান, বাংলাদেশের তাহসান খান এবং ব্যান্ড কাকতাল। এছাড়া, কনসার্টে একটি বিশেষ চমক থাকবে, যা আয়োজক কমিটি এখনও প্রকাশ করেনি। কনসার্টটি বিকেল পাঁচটা থেকে শুরু হবে।