আগামী ৬ই ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে রওনক হাসান অভিনীত সিনেমা ‘নয়া মানুষ’। চরের মেহনতি মানুষের জীবন ও প্রকৃতির খেয়ালিপনার বিভিন্ন দিক নিয়ে আ. মা. ম. হাসানুজ্জামানের ‘বেদনার বালু চরে’ গল্প অবলম্বনে মাসুম রেজার চিত্রনাট্যে প্রথমবারের মতো সিনেমা নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি। এই সিনেমায় রওনকের বিপরীতে অভিনয় করেছেন মৌসুমী হামিদ।
### রওনক হাসানের অভিজ্ঞতা:
রওনক হাসান বলেন, “এই কাজটা অসম্ভব কষ্ট করে করা। এত পরিশ্রম, এত কষ্ট সত্যি আমরা করেছিলাম! মনে হলেই গা ছমছম করে।” ২০২২ সালের অক্টোবর মাসে ছবির দৃশ্যধারণের কাজ শুরু হলেও ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে শুটিং সেট ভেঙেচুরে ধ্বংস হয়ে যায়। ফলে বাধ্য হয়ে শুটিং স্থগিত করা হয়। পরে গত বছরের এপ্রিল মাস থেকে পুনরায় শুটিং শুরু হয়, যা শেষ হয় চলতি বছরের এপ্রিল মাসে।
### রওনকের আশাবাদ:
রওনক বলেন, “এটা খাঁটি বাংলা সিনেমা, বাংলাদেশের সিনেমা, বাংলাদেশের গল্পের সিনেমা। ছবিটি নিয়ে আমি দারুণ আশাবাদী।”
### অভিনয় শিল্পী ও টিম:
কমল চন্দ্র দাসের চিত্রগ্রহণে চলচ্চিত্রটিতে আরও অভিনয় করেছেন আশীষ খন্দকার, ঝুনা চৌধুরী, নিলুফার ওয়াহিদ, বদরুদ্দোজা, স্মরণ সাহা, শিখা কর্মকার, মাহিন রহমান, মেহারান সানজানা, পারভীন পারু, মেরি এবং শিশুশিল্পী ঊষশী প্রমুখ।
রওনক হাসানের এই নতুন সিনেমা ‘নয়া মানুষ’ নিয়ে ভক্তদের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে। তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন সিনেমাটি দেখার জন্য। 🌟🎬