দ্যা নিউ ভিশন

নভেম্বর ২৮, ২০২৪ ০০:৪৯

নেদারল্যান্ডসের রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘কাজলরেখা’

বাণিজ্যিকভাবে তেমন সফলতা না পেলেও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে গিয়াসউদ্দিন সেলিম পরিচালিত ‘কাজলরেখা’। এবার ছবিটি অংশ নিচ্ছে নেদারল্যান্ডসের রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। উৎসবের ৫৪তম আসরে এটি লাইমলাইট বিভাগে নির্বাচিত হয়েছে। মৈমনসিংহ গীতিকা অবলম্বনে নির্মিত এ চলচ্চিত্রটি মুক্তি পায় গত ১১ই এপ্রিল। ছবিটির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ ও মন্দিরা চক্রবর্তী।

 

রটারডাম উৎসবে ‘কাজলরেখা’ নির্বাচিত হওয়া প্রসঙ্গে গিয়াসউদ্দিন সেলিম বলেন, “এই উৎসব বরাবরই এক্সপেরিমেন্টাল সিনেমাগুলোকে প্রাধান্য দেয়। মৈমনসিংহ গীতিকার মতো প্রাচীন একটি রূপকথাকে বর্তমান সময়ে লোকাল ফর্মে কিভাবে পর্দায় হাজির করেছি, সেটাই তাদের আগ্রহের কারণ হতে পারে। এর জন্য সম্মানিত বোধ করছি।”

 

রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব শুরু হবে ২০২৫ সালের ৩০শে জানুয়ারি এবং চলবে ৯ই ফেব্রুয়ারি পর্যন্ত। এ অনুষ্ঠানে সরাসরি অংশ নেবেন গিয়াসউদ্দিন সেলিম ও ছবির অভিনয়শিল্পী রাফিয়াত রশিদ মিথিলা। এ সিনেমায় আরও অভিনয় করেছেন সাদিয়া আয়মান, খায়রুল বাসার, ইরেশ যাকের, আজাদ আবুল কালাম, শাহানা রহমান সুমী, ইরফান সেলিম সুজন এবং ঝুনা চৌধুরী।

 

এর আগে গিয়াসউদ্দিন সেলিমের ব্লকবাস্টার ‘মনপুরা’ সুইজারল্যান্ডের একটি গুরুত্বপূর্ণ উৎসবে গিয়েছিল এবং ‘পাপপুণ্য’ ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ায় প্রদর্শিত হয়েছিল। এবার ‘কাজলরেখা’ রটারডাম উৎসবে বাংলাদেশের সিনেমার প্রতিনিধিত্ব করতে যাচ্ছে, যা বাংলাদেশের চলচ্চিত্র শিল্পের জন্য একটি উল্লেখযোগ্য অর্জন। 🎥🇳🇱

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার সুযোগ যেন অশুভ শক্তির দ্বারা বাধাগ্রস্ত না হয়: ড. কামাল হোসেন

গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক ও মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার যে