দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ০৫:২৯

বিয়ের প্রস্তুতি শুরু

বলিউডের আলোচিত অভিনেত্রী তামান্না ভাটিয়ার সঙ্গে অভিনেতা বিজয় ভার্মার দীর্ঘদিনের সম্পর্কের গুঞ্জন রয়েছে। ‘লাস্ট স্টোরিজ ২’-এ প্রথমবার তাদের একসঙ্গে অভিনয় করতে দেখা যায় এবং সেই সময় থেকেই তাদের রসায়ন নজর কেড়েছিল দর্শকদের। যদিও তারা কখনোই সম্পর্কটি প্রকাশ্যে আনেননি, মাঝেমধ্যেই মুম্বাইয়ের রাজপথে, শপিং মলের বাইরে কিংবা সিনেমা হলে একসঙ্গে দেখা যায় তাদের। বিদেশ ভ্রমণের সময়ও এয়ারপোর্টে পাপারাজ্জিদের মুখোমুখি হন তারা।

 

তামান্না বলেন, “আমার আর বিজয়ের সম্পর্কের সেতু হলো সিনেমা। আমরা একসঙ্গে প্রচুর সিনেমা এবং ওয়েব সিরিজ দেখি এবং তা নিয়ে আলোচনাও করি। আমার মতে আমাদের সম্পর্কের দৃঢ় বন্ধনের কারণ সিনেমাই।”

 

এবার জানা গেছে, ২০২৫ নাগাদ চার হাত এক হতে চলেছে এই জুটির। দু’জনের পরিবারই উদ্যোগ নিয়ে তাদের বিয়ের পরিকল্পনা করছেন এবং বিয়ের প্রস্তুতিও শুরু করেছেন। তামান্নার বাড়িতে ইতিমধ্যেই উৎসবের আমেজ বিরাজ করছে এবং সবকিছুতেই পরিবর্তন আনা হচ্ছে। বিজয়ের সঙ্গে থাকার জন্য বিলাসবহুল আবাসনের খোঁজ করছেন তামান্না। এছাড়া, নতুন বছরের শুরুতে তারা বাগদানও সারতে যাচ্ছেন।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী