দ্যা নিউ ভিশন

এপ্রিল ৫, ২০২৫ ০৫:২৯

মঞ্চপাড়ায় নতুন সংগঠন

নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের বিভিন্ন ক্ষেত্রে এসেছে নানা পরিবর্তন। সংস্কৃতি অঙ্গনেও এনেছে পরিবর্তন। মঞ্চাঙ্গনে চলছে চরম অস্থিরতা। এই পরিস্থিতিতে মঞ্চাঙ্গনে এলো পরিবর্তন। নাট্যশিল্পীদের অধিকার, স্বার্থ, দাবি আদায় এবং তাদের শৈল্পিক উৎকর্ষ উন্নয়নের লক্ষ্যে আত্মপ্রকাশ করেছে নতুন সংগঠন ‘থিয়েটার আর্টিস্টস এসোসিয়েশন অব ঢাকা’ (টাড)।

 

২২শে নভেম্বর বিকাল ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয় সংগঠনটির প্রথম সাধারণ সভা। এদিন ১৭০ জন সদস্যের মধ্যে ৮০ জন উপস্থিত থেকে তাদের মতামত প্রদান করেন। যেখানে নাট্যজন আজাদ আবুল কালামকে প্রেসিডেন্ট ঘোষণা করে ১৩ সদস্যের একটি নির্বাহী কমিটি অনুমোদন করা হয়, যা ডিসেম্বর ২০২৬ পর্যন্ত কাজ করবে।

 

### নির্বাহী কমিটির সদস্যরা:

– ভাইস প্রেসিডেন্ট: আইরিন পারভীন লোপা

– সেক্রেটারি জেনারেল: সাইফ সুমন

– সেক্রেটারি অর্গানাইজেশন: তৌফিকুল ইসলাম ইমন

– ট্রেজারার: শামীম সাগর

– সেক্রেটারি অফিস: আসাদুল ইসলাম

– সেক্রেটারি ইভেন্ট: অপু শহীদ

– সেক্রেটারি ওয়েলফেয়ার: কাজী রোকসানা রুমা

– সেক্রেটারি ক্লাব: এ কে আজাদ সেতু

– এক্সিকিউটিভ মেম্বার্স: অম্লান বিশ্বাস, রেজা আরিফ, সঞ্জিতা শারমিন পিয়া

 

এই নতুন সংগঠন নাট্যশিল্পীদের স্বার্থ রক্ষা এবং শৈল্পিক উৎকর্ষ উন্নয়নের জন্য কাজ করবে। আশা করা যাচ্ছে, এটি মঞ্চ শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী