অভিনেতা খায়রুল বাসার সম্প্রতি লক্ষ্মীপুরে গিয়েছিলেন বন্যার্তদের সহায়তায়। সেখান থেকে কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করার পর সমালোচনার মুখে পড়েন তিনি। নেটিজেনরা প্রশ্ন তোলেন, এত লোক নিয়ে বন্যাদুর্গত এলাকায় যাওয়ার প্রয়োজন কী? কেউ কেউ এমনও মন্তব্য করেছেন, যেন তিনি বন্যার্তদের সহায়তা করতে নয়, পিকনিক করতে গেছেন। গতকাল এসব সমালোচনার জবাব দিয়েছেন খায়রুল বাসার। ফেসবুকে একটি দীর্ঘ পোস্টে তিনি এসবের ব্যাখ্যা দেন।
খায়রুল বাসার বলেন, তাঁর সঙ্গে থাকা অধিকাংশ মানুষ স্থানীয় স্বেচ্ছাসেবী, যারা লক্ষ্মীপুরের পথঘাট চেনার কারণে তাদের সঙ্গে যুক্ত ছিলেন। পিকনিকের সমালোচনার জবাবে তিনি জানান, তারা যেখানে গিয়েছিলেন, সেখানকার মানুষ ভালোবেসে তাদের খাবার দিয়েছেন, যা সবাই মিলে ভাগ করে খেয়েছেন। তিনি আরও বলেন, নেটিজেনদের এমন সমালোচনায় তিনি চিন্তিত নন, বরং মানুষের ভালোবাসায় মুগ্ধ।
খায়রুল বাসার আরও জানান, অভিনেত্রী সামিরা খান মাহির উদ্যোগেই লক্ষ্মীপুরে টিম নিয়ে গিয়েছিলেন তিনি এবং বন্যার্তদের পুনর্বাসনে সহায়তা করতে ভবিষ্যতে আবারও দুর্গত এলাকায় যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন।
ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘পোস্টটি করেছি যাঁরা নেগেটিভ মন্তব্য করেন, তাঁদের জন্য। আপনারা কোন দলের বা মতাদর্শেরই হন না কেন, সত্যকে স্বীকার করতে হবে। কেউ অন্যায় করলে প্রশ্ন তুলুন, কিন্তু কেউ ভালো কিছু করলে অযথা প্রশ্নবিদ্ধ করবেন না।’