গত রোববার তৃণমূলের বিধায়ক ও অভিনেতা কাঞ্চন মল্লিক ধরনা মিছিলে যোগ দেন। তিনি আর জি কর মেডিকেলে নির্যাতিতার বিচার দাবি করেন এবং বিক্ষোভরত জুনিয়র চিকিৎসকদেরও সমালোচনা করেন। তিনি আরও বলেন, যারা সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করছেন, তারা কি সরকারি বেতন, বোনাস, এবং পুরস্কার ফিরিয়ে দেবেন?
আর জি কর মেডিকেলের ধর্ষণ ও খুনের ঘটনা পশ্চিমবঙ্গজুড়ে তীব্র প্রতিবাদের ঝড় তুলেছে। সাধারণ মানুষের পাশাপাশি, টেলিভিশন ও চলচ্চিত্রের তারকারাও প্রায় প্রতিদিনই প্রতিবাদ মিছিলে অংশ নিচ্ছেন। অনেক পূজা কমিটি রাজ্য সরকারের দেওয়া অনুদান গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। কাঞ্চনের মন্তব্য নিয়ে সহকর্মীরা ক্ষুব্ধ হয়েছেন এবং তাঁকে প্রকাশ্যে সমালোচনা করেছেন। ঋত্বিক চক্রবর্তী, বিদীপ্তা চক্রবর্তী, ঋদ্ধি সেনসহ অনেকেই কাঞ্চনের মন্তব্যের নিন্দা করেছেন। সুদীপ্তা চক্রবর্তী ফেসবুকে কাঞ্চনকে “বন্ধু তালিকা” থেকে বাদ দিয়েছেন এবং কটাক্ষ করেছেন।
ঋত্বিক চক্রবর্তী তাঁর পোস্টে ব্যঙ্গ করে লিখেছেন, ‘ঘাঁটা মল্লিক চাটা মল্লিক ফাটা মল্লিক টা টা মল্লিক।’ ঋদ্ধি সেন লিখেছেন, ‘যদি অন্যায়ের বিরুদ্ধে প্রশ্ন করতে সরকারি মাইনে ফেরত দিতে হয়, তাহলে কাঞ্চন মল্লিকের বাজে মন্তব্যের জন্য বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়ে স্কুলে ফিরে যাওয়া উচিত।’
এদিকে, কাঞ্চনের মন্তব্যের কারণে তাঁর নাটকের শো বাতিল করা হয়েছে। জানুয়ারিতে শিলিগুড়িতে চেতনা নাট্যদলের সঙ্গে তাঁর ‘মাগনরাজার পালা’ শো করার কথা ছিল, কিন্তু এই মন্তব্যের জেরে শোটি বাতিল করা হয়েছে।
এ বিষয়ে আত্মপক্ষ সমর্থন করে কাঞ্চন বলেন, ‘আমি শুধু বলেছিলাম, চিকিৎসকেরা যখন বেতন পাচ্ছেন, তখন রোগীরা কেন পরিষেবা পাবেন না? আমি যদি আন্দোলনের জন্য কাজ বন্ধ রাখি, প্রযোজক কি আমাকে টাকা দেবেন? পেশাদার শিল্পী হিসেবে আমাকে কাজ চালিয়ে যেতেই হবে।’