২০২২ সালে মুক্তি পায় চরকি অরিজিনাল সিরিজ ‘পেট কাটা ষ’, যা কিছু ভৌতিক গল্পের মাধ্যমে দারুণ প্রশংসা অর্জন করে নির্মাতা নুহাশ হুমায়ূনের। চলতি বছরের এপ্রিলে সিরিজের দ্বিতীয় সিজনের আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়, এবং এখন অপেক্ষার পর প্রকাশিত হয়েছে তার টিজার। ১৯ নভেম্বর রাত ৮টায় টিজারটি চরকির ভেরিফায়েড ফেসবুক পেজে আপলোড করা হয়, এবং শিগগিরই মুক্তির তারিখ ঘোষণা করা হবে। দ্বিতীয় সিজনের নাম রাখা হয়েছে ‘২ষ’। প্রথম সিজনের মতো, দ্বিতীয় সিজনেও চারটি গল্প থাকবে। এতে অভিনয় করেছেন আফজাল হোসেন, মোশাররফ করিম, কাজী নওশাবা আহমেদ প্রমুখ।
‘২ষ’ সিরিজের গল্পগুলো ফ্যান্টাসি, হরর ও মিস্ট্রি ঘরানার। এই গল্পগুলো লিখেছেন নুহাশ হুমায়ূন ও তার মা গুলতেকিন খান। এটি গুলতেকিন খানের প্রথম গল্প লেখা, যা তিনি সিরিজের জন্য করেছেন। নুহাশ হুমায়ূন জানান, দ্বিতীয় সিজনে তিনি কিছু প্রচলিত বিষয় নিয়ে কাজ করেছেন, যেখানে অতিপ্রাকৃত এবং মনস্তাত্ত্বিক উপাদান রয়েছে। তবে এবার তিনি এসবের সঙ্গে কিছু প্রশ্ন যোগ করেছেন। নুহাশ বলেন, “লোককাহিনী ও কুসংস্কারের বাইরে গিয়ে ‘২ষ’ বাংলাদেশ এবং আধুনিক সময়ের ভয়াবহতা নিয়ে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছে।”