দ্যা নিউ ভিশন

বিচারকের আসনে বসবেন মৌসুমী হামিদ।

নারীদের সৌন্দর্য বিষয়ক রিয়্যালিটি শো ‘মিস অ্যান্ড মিসেস এলিগ্যান্স বাংলাদেশ’-এর যাত্রা শুরু হলো। এই প্রতিযোগিতার প্রথম সিজনে আন্তর্জাতিক বিচারকদের পাশাপাশি বাংলাদেশের বিচারকদের মধ্যে থাকছেন অভিনেত্রী মৌসুমী হামিদ। বিশেষ দিক হলো, এতে অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন শুধু অবিবাহিত নয়, বিবাহিত এবং হিজাবী নারীরাও। সম্প্রতি, রাজধানীর গুলশানের একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে এই প্রতিযোগিতার ঘোষণা করা হয়।

 

বিচারকের দায়িত্ব পাওয়ার পর মৌসুমী হামিদ বলেন, “এটি একটি ভিন্নধর্মী প্রতিযোগিতা, যেখানে সাধারণ নারীদের সঙ্গে বিবাহিত ও হিজাবী নারীরাও অংশগ্রহণ করছেন। এর উদ্দেশ্য হলো নারীদের সামাজিক প্রতিবন্ধকতা থেকে মুক্ত করা।”

 

আয়োজক প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক মলি আক্তার জানান, “আমি নিজেও একজন ইন্টারন্যাশনাল মডেল। আমি বিশ্বাস করি, এমন সুন্দরী প্রতিযোগিতা নারীদের আত্মোন্নয়ন ও ক্ষমতায়নের মাধ্যমে জীবনের গভীর দৃষ্টিভঙ্গির উন্নয়ন ঘটায়।”

 

প্রতিযোগিতায় বিচারকের আসনে আরও উপস্থিত থাকবেন মডেল অন্তু করিম, নৃত্যশিল্পী ইভান শাহরিয়ার সোহাগ, মডেল বুলবুল টুম্পা, ফ্যাশন ডিজাইনার আফজার পর্সিয়া, ফ্যাশন কোরিওগ্রাফার অ্যাডলফ খান প্রমুখ। এই প্রতিযোগিতার রেজিস্ট্রেশন প্রক্রিয়া ১৭ই নভেম্বর থেকে ১৬ই ডিসেম্বর পর্যন্ত উন্মুক্ত থাকবে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ