মিস ইউনিভার্স ২০২৪-এর মুকুট উঠল ডেনমার্কের ভিক্টোরিয়া কেয়া থিলভিগের মাথায়, যিনি এই মর্যাদাপূর্ণ শিরোপার ৭৩তম অধিকারী হয়েছেন। চলতি বছরের ‘মিস ইউনিভার্স’ প্রতিযোগিতা অনুষ্ঠিত হলো মেক্সিকোয়, যেখানে ডেনমার্কের ভিক্টোরিয়া সকলকে পেছনে ফেলে উজ্জ্বল নক্ষত্র হিসেবে আবির্ভূত হন। তার মাথায় মুকুট পরিয়ে দেন পূর্বসূরি নিকারাগুয়ার শেনিস।
এ বছর মিস ইউনিভার্স প্রতিযোগিতায় ১২৫টি দেশ অংশ নিয়েছিল, যা ইতিহাসে সর্বোচ্চ সংখ্যা। ২০১৮ সালে ৯৪টি দেশ অংশ নিয়েছিল, যা সেই বছর দ্বিতীয় স্থানে ছিল। মারিও লোপেজ ও অলিভিয়া কুল্পো সঞ্চালিত এই অনুষ্ঠানে লাইভ কমেন্টারি করেছিলেন ক্যাট্রিওনা গ্রে ও জুরি হল।
মিস ইউনিভার্সের ফাইনালিস্টদের মধ্যে ছিল পাঁচটি দেশ—ডেনমার্ক, ভেনেজুয়েলা, মেক্সিকো, নাইজিরিয়া, থাইল্যান্ড। শেষ পর্যন্ত প্রথম স্থান দখল করে ডেনমার্ক।