উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী রুনা লায়লার আজ জন্মদিন। এ উপলক্ষে তিনি তার ভক্তদের জন্য একটি বিশেষ উপহার দিয়েছেন—নিজের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ‘দ্য রুনা লায়লা’। এটি তার প্রথম ইউটিউব চ্যানেল, যা তিনি সম্প্রতি খুলেছেন। গতকাল রাতে এক ভিডিও বার্তায় রুনা লায়লা বলেন, “আমার প্রতি জন্মদিনে আপনারা অনেক শুভেচ্ছা, ভালোবাসা, উপহার এবং দোয়া-আশীর্বাদ পাঠান। এবারের জন্মদিনে আমি আপনাদের একটি উপহার দিতে চাই, এবং সেটি হলো আমার ইউটিউব চ্যানেল।” চ্যানেলটির লিংক হলো [https://www.youtube.com/@TheRunaLaila]
ভিডিওতে তিনি আরও বলেন, “গানের জগতে আমার ৬০ বছরের পথচলায় যা কিছু করেছি এবং ভবিষ্যতে কী করতে চাই, সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে চাই। আপনাদের ভালোবাসা আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ, তাই পাশে থাকবেন।”
ফেসবুকে ভিডিও বার্তা শেয়ার করে রুনা লায়লা তার ভক্তদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “জন্মদিনের শুভেচ্ছার জন্য সবাইকে ধন্যবাদ! আমার অফিসিয়াল ইউটিউব চ্যানেল শেয়ার করে খুব আনন্দিত লাগছে।”
রুনা লায়লার ইউটিউব চ্যানেলে আপলোড করা প্রথম কন্টেন্ট ছিল ‘শিল্পী আমি তোমাদেরই গান শোনাবো’ গানটির ভিডিও, যা বিটিভিতে প্রচারিত হয়েছিল। দ্বিতীয় আপলোড হিসেবে রয়েছে ‘হ্যালো হাই’ গানটি, যা বাপ্পি লাহিড়ীর সুরে ১৯৮২ সালে ‘সুপারুনা’ অ্যালবামে ছিল। এই অ্যালবামটি প্রকাশের প্রথম দিনেই ১ লাখ কপি বিক্রি হয়েছিল, এবং রুনা লায়লা গোল্ডেন ডিস্ক অ্যাওয়ার্ড পেয়েছিলেন।
রুনা লায়লা ক্যারিয়ারে মোট ১৮টি ভাষায় ১০ হাজারের বেশি গান গেয়েছেন। তার ইউটিউব চ্যানেলে বলিউডের ‘ঘারোন্দা’ (১৯৭৭) ছবির দুটি গানও আপলোড করা হয়েছে, যার মধ্যে ‘তুমহে হো না হো’ এবং ‘দো দিওয়ানে শেহার মে’ উল্লেখযোগ্য।
১৯৫২ সালের ১৭ নভেম্বর সিলেটে জন্মগ্রহণ করা রুনা লায়লা আজ তার জন্মদিনে ভক্ত, পরিবার এবং শুভানুধ্যায়ীদের ভালোবাসায় সিক্ত হচ্ছেন। তার ফেসবুক অ্যাকাউন্টে এদিন অনেক শুভেচ্ছা বার্তা ছড়িয়ে পড়েছে। বিভিন্ন প্রজন্মের কণ্ঠশিল্পীরা তার গান গেয়ে সম্মান জানাচ্ছেন এই কিংবদন্তি শিল্পীকে।