দ্যা নিউ ভিশন

এপ্রিল ২০, ২০২৫ ০৮:৫০

বুবলী নিয়ে নতুন সিনেমা

চিত্রনায়িকা শবনম বুবলীর জন্য সময়টা খুব একটা ভালো যাচ্ছে না। তার অভিনীত শেষ কিছু সিনেমা ব্যবসা সফল হয়নি এবং কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় আটকে আছে। নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধও হননি তিনি। তবে এবার এসেছে সুখবর। দীর্ঘ সময় পর নতুন সিনেমার ঘোষণা এসেছে বুবলীর। সিনেমাটির নাম ‘পিনিক’ এবং এতে তার নায়ক আদর আজাদ। ছবিটি পরিচালনা করছেন জাহিদ জুয়েল। এর আগে আদর আজাদের বিপরীতে একাধিক সিনেমায় অভিনয় করেছেন বুবলী।

 

জাজ মাল্টিমিডিয়ার ফেসবুক পেজে ছবির ফার্স্টলুক প্রকাশ হয়েছে, তবে সেখানে বুবলীর উপস্থিতি নেই। এই অ্যাকশন ঘরানার ছবিতে বুবলীকে এক ভিন্ন রূপে দেখা যাবে। তিনি বলেন, “‘পিনিক’ এর গল্প অসাধারণ এবং আমার চরিত্রটিও চ্যালেঞ্জিং। এখানে অভিনয়ের অনেক সুযোগ আছে। আমি বিশ্বাস করি, এটি খুব ভালো একটি কাজ হতে চলেছে। এর আগেও আদর ও আমি একসঙ্গে কাজ করেছি, এবং আমাদের জুটিটা দর্শক গ্রহণ করেছে। এবার আমরা বেশ আলাদা রূপে আসছি, আশা করি দর্শকদের ভালো লাগবে।”

 

এদিকে, বুবলী ইতোমধ্যে তার ‘জংলি’ সিনেমার কাজ শেষ করেছেন, যেখানে তার বিপরীতে আছেন সিয়াম আহমেদ। সিনেমাটি খুব শিগগিরই মুক্তির কথা রয়েছে।

Related News

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

সর্বশেষ

ছাত্রদলের অনুষ্ঠানে শিবিরের কেন্দ্রীয় সভাপতি, ঐক্যবদ্ধভাবে দেশকে এগিয়ে নেওয়ার আশা

ছাত্রশিবির, ছাত্রদলসহ যাঁরা ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে ভূমিকা রেখেছেন, তাঁরা ঐক্যবদ্ধভাবে আগামী